শঙ্কর দাস, বালুরঘাট : আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। তখনই রোগী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়ল রাজ্যের আরও একটি সরকারি হাসপাতাল। হাসপাতালের বেডে থাকা রোগীকে মারধরের ঘটনায় উত্তপ্ত হাসপাতাল। ওয়ার্ডের ভেতরেই রোগীকে মারধরের অভিযোগ উঠেছে অপর এক রোগীর বিরুদ্ধে। ঘটনাটি সামনে আসতেই রোগী নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে পরিবারের লোকেদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশের পর বিবৃতি জারি কলকাতা পুলিশের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বালুরঘাট জেলা হাসপাতালের পুরুষ বিভাগে ভর্তি দুই রোগীর মধ্যে গন্ডগোল বাঁধে। ঘটনায় পায়েল সোরেন (২৪) নামের এক মহিলা এক বৃদ্ধের ওপর চড়াও হয়। এবং তাঁকে প্রচন্ড ভাবে মারধর করে বলে ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ। আক্রান্ত ব্যক্তির নাম ফাগু পাহান। ওই মহিলার হামলায় তাঁর দাঁত, মুখ ফেটে গুরুতর জখম অবস্থায় পরবর্তীতে সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।
কেন প্রথমেই ‘অস্বাভাবিক মৃত্যু’? ধর্ষণ-কাণ্ডের কেস ডায়েরিতে চরম ক্ষুব্ধ প্রধান বিচারপতি!
খবর পেয়ে বুধবার জখম রুগীর আত্মীয় পরিজনেরা হাসপাতালে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ওয়ার্ডের ভেতর চিকিৎসাধীন অবস্থায় এমন ঘটনা ঘটলেও তাতে বাধা দিতে সিকিউরিটি বা হাসপাতালের তরফে কেউ এগিয়ে আসেনি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরজি কর কাণ্ড, এবার পথে নেমে প্রতিবাদে ‘বিদ্বজ্জন’ অর্পণা-সোহিনী-পল্লবরা
জখম রোগী ফাগু পাহানের পরিবার নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
বালুরঘাট জেলা হাসপাতালের সুপার ডাঃ কৃষ্ণেন্দুবিকাশ বাগ জানিয়েছেন, যে গন্ডগোলের কারণ এখনও জানা যায়নি। মেল বিভাগে পায়েল সোরেন নামের ওই হামলাকারী রোগী মানসিক কোনও অসুখ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুরো ঘটনাটিও তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।