হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

গণবিক্ষোভে সরকার পতনের পর ভারতে আশ্রিত শেখ হাসিনা। তাঁকে (Sheikh Hasina) দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জোরালো হচ্ছে। এবার (Bangladesh) বাংলাদেশেই হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগ…

bangladesh

গণবিক্ষোভে সরকার পতনের পর ভারতে আশ্রিত শেখ হাসিনা। তাঁকে (Sheikh Hasina) দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জোরালো হচ্ছে। এবার (Bangladesh) বাংলাদেশেই হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে দায়ের হল মামলা। গণবিক্ষোভ চলাকালীন মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। 

মামলায় শেখ হাসিনাসহ বাকিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাক্তন পুলিশ প্রধান আইজিপি আব্দুল্লাহ আল মামুন, প্রাক্তন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, পুলিশ গোয়েন্দা বিভাগের প্রাক্তন প্রধান হারুন-অর-রশীদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার। 

   

আরও অভিযোগ, সরকারি চাকরিতে আসন সংরক্ষণ ইস্যুতে ছাত্র আন্দোলন দমনে গুলি করে অসংখ্য পড়ুয়াকে মারা হয়েছে। কমপক্ষে তিনশ জন নিহত বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট। সরকারি এই দমন নীতির প্রতিবাদে গণবিক্ষোভে শেখ হাসিনার টানা ১৬ বছরের শাসন ভেঙে পড়ে। তিনি ভারতে চলে গেছেন।গণহত্যার অভিযোগ এনে শেখ হাসিনার বিচার হোক আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এমনই দাবি করেছে পড়ুয়ারা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের বিরাট জমায়েত হয়। জমায়েতে অংশ নেওয়া পড়ুয়ারা স্লোগান দেন ‘খুনি হাসিনার বিচার চাই’। একপরেই মঙ্গলবার এক ব্যক্তি শেখ হাসিনাকে মামলায় জড়ালেন।