তথ্য গোপন করে দলে যোগ, ৩ ঘণ্টার মধ্যে বিরাট অ্যাকশন নিল BJP

বিরাট অ্যাকশন নিল বিজেপি (BJP)। কেউ হয়তো ভাবতেও পারেননি এমনটা করবে দল। বিজেপিতে যোগ দেওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যেই বহিষ্কৃত করা হয় দিল্লি সরকারের প্রাক্তন…

তথ্য গোপন করে দলে যোগ, ৩ ঘণ্টার মধ্যে বিরাট অ্যাকশন নিল BJP

বিরাট অ্যাকশন নিল বিজেপি (BJP)। কেউ হয়তো ভাবতেও পারেননি এমনটা করবে দল। বিজেপিতে যোগ দেওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যেই বহিষ্কৃত করা হয় দিল্লি সরকারের প্রাক্তন মন্ত্রী সন্দীপ বাল্মিকিকে।

Advertisements

আসলে শনিবার হরিয়ানার পঞ্চকুলায় মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির উপস্থিতিতে সহকর্মীদের নিয়ে বিজেপিতে যোগ দেন সন্দীপ। মুখ্যমন্ত্রী নিজেই তাঁকে দলে যোগ দেওয়া করিয়েছিলন। কিন্তু ৩ ঘণ্টা পর তাঁকে দল থেকে আবার বেরও করে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিজেপি এমনটা কেন করল?

   

তথ্য গোপন করে দলে যোগ, ৩ ঘণ্টার মধ্যে বিরাট অ্যাকশন নিল BJP

আসলে মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির হাত থেকে দলীয় পতাকা ধরার ছবি ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই সন্দীপ বাল্মীকির বিতর্ক সংক্রান্ত পুরনো খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে শুরু করে। এদিকে বিজেপি খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়। অভিযোগ, সন্দীপ তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ সংক্রান্ত তথ্য গোপন করেছেন এবং দলকে বিভ্রান্ত করেছেন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সুরেন্দ্র পুনিয়া একটি চিঠি জারি করে জানিয়েছেন যে দিল্লির প্রাক্তন মন্ত্রী সন্দীপ বাল্মীকি বিজেপিতে যোগ দিয়েছেন, তবে তিনি নিজের ব্যাকগ্রাউন্ড গোপন করেছেন। ঘটনা প্রকাশ্যে আসতেই সন্দীপকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে সরিয়ে দেয় বিজেপি।

ভবিষ্যতে কোনওভাবেই দলের সঙ্গে যুক্ত থাকবেন না সন্দীপ বলে খবর। শনিবার রাত ৮টা নাগাদ পঞ্চকুলা দফতরে বিজেপিতে যোগ দেন সন্দীপ এবং রাত ১১টা নাগাদ তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। সন্দীপ আদতে সোনিপথের বাসিন্দা। আগে তিনি আম আদমি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন।

Advertisements

সন্দীপ বাল্মীকি দিল্লিতে আম আদমি পার্টি সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ছিলেন। ২০১৬ সালে রেশন কার্ড তৈরির বিতর্কিত মামলায় এক মহিলা তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন। এরপরই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সন্দীপকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন এবং দল থেকেও বহিষ্কার করেন।