মেঘ কাটতেই জাঁকিয়ে শীত পড়েছে। স্বাভাবিকের থেকে তাপমাত্রা কম রাজ্যে৷ তবে ফের ঘনাতে চলেছে মেঘ। হতে পারে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি (Weather Update)।
শীতকালেও বৃষ্টি। কিছু দিন আগেও ভিজেছে রাজ্যের পশ্চিম থেকে পূর্ব। উত্তরেও হয়েছে বৃষ্টি। মেঘের সামিয়ানা কাটিয়ে দেখা দিয়েছিল ঝলমলে রোদ। আগামী দিনে ফের বদলাতে চলেছে আবহাওয়া। পূর্বাভাস মৌসম ভবনের।
কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে সম্প্রতিতম আপডেটে জানানো হয়েছে, আগামী ২২ এবং ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যে৷ পরের দিন সম্ভাবনা শুধু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ২৩ জানুয়ারি উত্তরবঙ্গের আবহাওয়ায় উন্নতি লক্ষ্য করার সম্ভাবনা রয়েছে।
বুধবার এবং বৃহস্পতিবার দেশের কোথায় বৃষ্টির সতর্কতা জারি করেননি আবহাওয়াবিদরা৷ দু’দিন পর থেকে সতর্কতা রয়েছে৷ গুজরাট সহ পশ্চিমের কিছু রাজ্যে বৃষ্টি হতে পারে৷ উপকূলে বইতে শুরু করবে ঝোড়ো হাওয়া৷ মেঘ আরও প্রবেশ করবে ভারত ভূমে। মধ্যাংশেও ক্রমে হবে বৃষ্টি। ২২ জানুয়ারি দিল্লি সহ একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।