১৭ মাস পর জেলমুক্তি, মণীশ সিসোদিয়ার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট

অবশেষে মণীশ সিসোদিয়া (Manish Sisodia)-কে জামিন দিল সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার আবগারি নীতিতে দুর্নীতি মামলায় আপ নেতা মণীশ সিসোদিয়ার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।  আবগারি…

১৭ মাস পর জেলমুক্তি, মণীশ সিসোদিয়ার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট

অবশেষে মণীশ সিসোদিয়া (Manish Sisodia)-কে জামিন দিল সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার আবগারি নীতিতে দুর্নীতি মামলায় আপ নেতা মণীশ সিসোদিয়ার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। 

আবগারি নীতি মামলায় ১৭ মাস জেলে কাটানোর পর জামিন পেলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। মণীশ সিসোদিয়ার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। তিন দিন আগে ৬ আগস্ট বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথের বেঞ্চে এই বিষয়ে নির্দেশ সংরক্ষিত ছিল।

এরপর দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মণীশ সিসোদিয়া। বস্তুত, হাইকোর্ট সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। 

প্রায় ১৭ মাস ধরে কারাগারে রয়েছেন আম আদমি পার্টির এই নেতা। সিবিআই গত বছরের ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি প্রতিরোধ আইনে শ্রী সিসোদিয়াকে গ্রেফতার করলেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একই বছরের ৯ মার্চ তাকে অর্থ পাচার প্রতিরোধ আইনে (পিএমএলএ) গ্রেফতার করে।

Advertisements

সুপ্রিম কোর্ট আপ নেতার আইনজীবী মণীশ সিসোদিয়ার জামিন মঞ্জুর প্রসঙ্গে ঋষিকেশ কুমার বলেন, “সুপ্রিম কোর্ট সিবিআই এবং ইডি উভয় মামলায় মণীশ সিসোদিয়াকে জামিন দিয়েছে। গত ১৭ মাস ধরে তিনি জেলে বন্দি ছিলেন। সুপ্রিম কোর্ট আরও বলেছে যে মণীশ সিসোদিয়ার পক্ষ থেকে বিচারে কোনও বিলম্ব হয়নি এবং এও বলেছে যে নিম্ন আদালত এবং হাইকোর্টকে নিশ্চিত করতে হবে যে জামিনের জন্য সমস্ত মামলা সুপ্রিম কোর্টে না পৌঁছায়। ‘জামিনই নিয়ম, জেল ব্যতিক্রম’-এর মূল নীতি আটকে রেখেছে সুপ্রিম কোর্ট। সবেমাত্র আদেশ এসেছে এবং যত তাড়াতাড়ি আমরা নিম্ন আদালতে শর্ত পূরণ করব, মণীশ সিসোদিয়াকে মুক্তি দেওয়া হবে।”