বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৈঠকে ভারতের ত্রয়ী ‘থিঙ্ক ট্যাঙ্ক’

হাসিনার পদত্যাগের পরেও এখন বাংলাদেশে (Bangladesh)হিংসার ছবি। বাংলাদেশ সেনা দেশ শাসনের ক্ষমতা নিজেদের হাতে তুলে নিলেও বাংলাদেশের ছবিটা মঙ্গলবারেও বদলায়নি। শুধু তাই নয়, বাংলাদেশ আটকে…

bangladesh

হাসিনার পদত্যাগের পরেও এখন বাংলাদেশে (Bangladesh)হিংসার ছবি। বাংলাদেশ সেনা দেশ শাসনের ক্ষমতা নিজেদের হাতে তুলে নিলেও বাংলাদেশের ছবিটা মঙ্গলবারেও বদলায়নি। শুধু তাই নয়, বাংলাদেশ আটকে পড়েছেন কয়েক হাজার ভারতীয়। আর এখানেই উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাই মঙ্গলবার সন্ধেতেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন‌ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সব চেষ্টাই প্রায় রসাতলে! হাসিনার লন্ডনে প্রবেশে কোথায় আপত্তি? জানাল ব্রিটেন

   

বাংলাদেশে গণ আন্দোলনের জেরে সোমবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মুজিবকন্যা হাসিনা। আপাতত দিল্লির সেফ হাউসে রয়েছেন তিনি। এই মুহুর্তে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। সাউথ ব্লকে তৎপরতা তুঙ্গে। মঙ্গলবার সর্বদল বৈঠকও হয়েছে সংসদের অ্যানেক্স ভবনে। এর পর দুপুরে সংসদে বিবৃতি দেন বিদেশমন্ত্রী জয়শংকর। পড়শি দেশে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। আটকে রয়েছেন হাজার হাজার ভারতীয়। এদিন সমস্ত কিছু উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছি। কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। প্রায় ১৯ হাজার ভারতীয় রয়েছেন বাংলাদেশে। যার মধ্যে ৯ হাজার পড়ুয়া রয়েছেন। তাঁদের দ্রুত ফেরানো নিয়ে পদক্ষেপ করা হচ্ছে।’

বাংলাদেশ থেকে ভারতে পালানোর সময় আটক হাসিনার মন্ত্রী পলক

বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ রেখেছে ভারত, জানিয়েছেন জয়শঙ্কর। সেই সঙ্গে তিনি এ-ও জানান, বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন। ভারত সে দিকেও নজর রেখেছে। সোমবার বাংলাদেশ থেকে বেরিয়ে গাজ়িয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামেন হাসিনা। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সূত্রের খবর, এয়ারবেসেই রাত কাটিয়েছেন হাসিনা। তাঁকে যে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছিল, সেটি মঙ্গলবার সকাল ৯টা নাগাদ পরবর্তী গন্তব্যের উদ্দেশে উড়ে গিয়েছে বলে জানায় সংবাদ সংস্থা এএনআই।