Tata Punch এখন অতীত, জুলাইয়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হুন্ডাইয়ের এই গাড়ি

গত কয়েক বছর ধরে, ভারতীয় গ্রাহকদের মধ্যে এসইউভি সেগমেন্টের প্রতি অগাধ ভালোবাসা নজরে পড়ছে। অনুমান করা হচ্ছে যে,২০২৪ সালের প্রথমার্ধে, ভারতে মোট গাড়ি বিক্রির ৫২%…

Hyundai-Creta

গত কয়েক বছর ধরে, ভারতীয় গ্রাহকদের মধ্যে এসইউভি সেগমেন্টের প্রতি অগাধ ভালোবাসা নজরে পড়ছে। অনুমান করা হচ্ছে যে,২০২৪ সালের প্রথমার্ধে, ভারতে মোট গাড়ি বিক্রির ৫২% ছিল SUV। পরিসংখ্যান বলছে, গত মাস অর্থাৎ জুলাই ২০২৪-এ Hyundai Creta দেশের সর্বাধিক বিক্রিত গাড়ির তকমা ছিনিয়ে নিয়েছে। এর আগে শীর্ষস্থানের দখল ছিল Tata Punch-এর হাতে। যাই হোক, গেল মাসে Creta মোট ১৭,৩৫০ জন ক্রেতার মুখ দেখেছে। 

জুলাইয়ে ভারতে সর্বাধিক বিক্রিত গাড়ির তালিকা প্রকাশ হল

   

এদিকে পয়লা নম্বর থেকে Tata Punch নেমে এসেছে চতুর্থ স্থানে। তালিকার দু’নম্বরে বিরাজমান Maruti Suzuki Swift। আগের মাসে এটি মোট ১৬,৮৫৪  জন ক্রেতার সন্ধান পেয়েছে। যেখানে গত বছর জুলাইয়ে বেচাকেনার পরিমাণ ১৭,৮৯৬ থাকায়, এবারের বিক্রিতে ৬ শতাংশ পতন ঘটেছে। তিন নম্বরে জায়গা দখল করেছে দেশের অন্যতম জনপ্রিয় হ্যাচব্যাক মডেল Maruti Suzuki Wagon R। এটির ১৬,১৯১ ইউনিট বিক্রি করতে পেরেছে সংস্থা।

আগেই বলা হয়েছে, চার নম্বরে জায়গা দখল করেছে Tata Punch। জুলাইয়ে এটি মোট ১৬,১২১ ইউনিট বিক্রি হয়েছে। পঞ্চম স্থানের দখলদার Maruti Suzuki Ertiga। আগের মাসে এটি মোট ১৫,৭০১ জন ভারতীয় গ্রাহকের বাড়ি পৌঁছেছে। ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় এসইউভি Maruti Suzuki Brezza। মডেলটি আগের মাসে মোট ১৪,৬৭৬ জন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে।

রাত পোহালেই ইলেকট্রিক গাড়ির বাজার তোলপাড় করতে আসছে Tata Curvv EV

Tata Nexon রয়েছে তালিকার সাত নম্বর স্থানে। গাড়িটির গেল মাসে বেচাকেনার পরিমাণ গিয়েছে ১৩,৯০২ ইউনিট। তালিকার পরের স্থানটি দখল করেছে Mahindra Scorpio। এটি আগের মাসে মোট ১২,২৩৭ জন গ্রাহকের সন্ধান পেয়েছে। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে Maruti Suzuki Eeco ও Maruti Suzuki Dzire। গত মাসে এদের বেচাকেনা হয়েছে যথাক্রমে ১১,৯১৬ ও ১১,৬৪৭ ইউনিট।