কেন্দ্রের সঙ্গে বিরোধ নেই, ‘একসঙ্গে কাজ করব,’ বললেন TMC সাংসদ

আচমকা কেন্দ্রের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস (TMC)।  আজ মঙ্গলবার এমনই জানালেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। জানালেন, ‘কেন্দ্রের পাশে থেকে একসঙ্গে কাজ…

আচমকা কেন্দ্রের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস (TMC)।  আজ মঙ্গলবার এমনই জানালেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। জানালেন, ‘কেন্দ্রের পাশে থেকে একসঙ্গে কাজ করবো।’ তৃণমূলের এহেন সিদ্ধান্তকে নিয়ে রাজ্য তথা সমগ্র দেশে শোরগোল পড়ে গিয়েছে।

ব্যাপারটা তাহলে খোলসা করে বলাই যাক। বাংলাদেশে হিংসার ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্ব চিন্তিত। এদিকে প্রাণভয়ে তড়িঘড়ি প্রধানমন্ত্রীর পদ পদত্যাগ করে ভারতে চলে এসেছেন শেখ হাসিনা। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজ সকালে সর্বদলীয় বৈঠক ডাকে কেন্দ্র। এই বৈঠকের সভাপতিত্ব করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যান্য দলের পাশাপাশি এদিনের বৈঠকে তৃণমূলের তরফে হাজির ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকেই নাকি সাংসদ কেন্দ্র-রাজ্য মিলে কাজ করার কথা বলেন।

   

এক রিপোর্ট অনুযায়ী, বৈঠক শেষে নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘গতকাল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে পা মিলিয়ে চলব এই ইস্যুতে। এই বিষয়ে বিরোধের কোনও প্রশ্ন নেই। শুধু একটাই বিষয়, যে সিদ্ধান্তই নেওয়া হয়, তা নিয়ে যেন বাংলার মুখ্যমন্ত্রীকে অবগত করা হয়। এই নিয়ে একসঙ্গে কাজ করব আমরা।’

বাংলাদেশে চলমান হিংসা ও অভ্যুত্থান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতেও হাই অ্যালার্ট জারি রয়েছে। এসবের মাঝেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও উঠে এসেছে বাংলাদেশের হিংসার প্রসঙ্গে। তিনি জনগণকে গুজব এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এবং নেতাদের উস্কানিমূলক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন, ‘বাংলার মানুষের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি। কোনো ধরনের গুজবে কান দেবেন না। এটা দুই দেশের বিষয়, কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তই নিক না কেন, আমরা তা সমর্থন করব। আমি সব রাজনৈতিক দলের নেতাদের কাছে আবেদন করছি, বাংলা বা দেশের শান্তি বিঘ্নিত হতে পারে এমন উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকুন।’