জমে উঠেছে কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League)। শেষ ছয়ে যাওয়ার দৌড়ে রয়েছে একাধিক ক্লাব। গ্ৰুপ এ থেকে শেষ তিনে কোন কোন দল কোয়ালিফাই করবে সেটা হবে দেখার বিষয়। রবিবার কালীঘাট এমএস-এর (Kalighat MS) বিরুদ্ধে ২-০ গোলে জিতে শেষ তিনে যাওয়ার দাবি জোরাল করেছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব (United Sports Club)। চাপে পড়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)।
ম্যাচের শুরুর দিকে সুজল মুন্ডার গোলে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। মাঠের বাম প্রান্ত থেকে দীপেশ মুর্মুর বাড়ানো বল জালে জড়িয়ে দিয়েছিলেন সুজল মুন্ডা। সুজলের সামনে বল সাজিয়ে দিয়েছিলেন দীপেশ। চলতি মরসুমে দীপেশ ইউনাইটেড স্পোর্টসের অন্যতম সেরা পারফর্মার হিসেবে উঠে এসেছেন। গত মরসুমেও চমক দিয়েছিলেন এই ফুটবলার। এবারেও ফর্মে রয়েছেন। নিজে গোল করেছেন, সতীর্থদের দিয়েও করাচ্ছেন।
ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মাঝমাঠের প্রাণ ভোমরা তারক হেমব্রম। অভিজ্ঞ তারক কালীঘাটের বিরুদ্ধে গোল করলেন ফ্রি-কিক থেকে। মানব প্রাচীরের ফাঁক দিয়ে নিচু করে মারা শট জড়িয়ে যায় প্রতিপক্ষের জালে।
গ্ৰুপের পয়েন্ট ক্রম তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড স্পোর্টস। ৮ ম্যাচে পেয়েছে ১৬ পয়েন্ট। মহামেডান স্পোর্টিং রয়েছে চতুর্থ স্থানে। ৮ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৪।