বাংলাকে উজার করে দিল মোদী মন্ত্রিসভা! ১০ হাজার কোটির বেশি উন্নয়ন প্রকল্প বরাদ্দ

শুক্রবার বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানেই দেশের বিভিন্ন প্রান্তে আটটি নতুন জাতীয় হাই স্পিড রোড করিডোর প্রকল্প তৈরির সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় মোদীর মন্ত্রিসভা। আর তাতেই…

modi cabinet approved 4 lane kharagpur-moregram national high speed corridor for bengal , বাংলাকে উজার করে দিল মোদী মন্ত্রিসভা! ১০ হাজার কোটির বেশি উন্নয়ন প্রকল্প বরাদ্দ

শুক্রবার বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানেই দেশের বিভিন্ন প্রান্তে আটটি নতুন জাতীয় হাই স্পিড রোড করিডোর প্রকল্প তৈরির সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় মোদীর মন্ত্রিসভা। আর তাতেই রয়েছে বাংলার নাম। মন্ত্রিসভায় গৃহিত সিদ্ধান্তের অন্যতম, রাজ্য়ের খড়্গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত চার লেনের জাতীয় সড়ক নির্মাণ। সিদ্ধান্ত মোতাবেক ২৩১ কিলোমিটার দৈর্ঘের হাই স্পিড রোড করিডোর তৈরিতে বরাদ্দ ১০,২৪৭ কোটি টাকা।

এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, দেশে মোট আটটি হাই স্পিড রোড করিডোর তৈরি হবে। এই আট করিডোরের বিস্তার মোট ৯৩৬ কিলোমিটার। এ জন্য খরচ বরাদ্দ করা হয়েছে ৫০,৬৫৫ কোটি টাকা।

   

জাতীয় হাই স্পিড রোড করিডোরগুলো কী কী?
– খড়্গপুর থেকে মোরগ্রাম চার লেনের করিডর
– আগরা থেকে গোয়ালিয়র ছয় লেনের করিডর
– অযোধ্যা রিং রোড চার লেনের করিডর
– রায়পুর-রাঁচী করিডর চার লেনের করিডর
– কানপুর রিং রোড ছয় লেনের করিডর
– গুয়াহাটি বাইপাস চার লেনের করিডর
– নাসিক থেকে খেড় করিডর আট লেনের করিডর

এইসব রাস্তাগুলি তৈরিতে প্রত্যক্ষ ও পরোক্ষে বহু কর্মসংস্থান তৈরি হবে বলে দাবি করা হয়েছে। কেন্দ্রের দাবি, মোট ৪.৪২ কোটি শ্রমদিবস তৈরি হবে। এছাড়াও, এই আটটি হাইস্পিড করিডর নির্মাণের ফলে সংশ্লিষ্ট পথে যাতায়াতের সময় অর্ধেক হয়ে যাবে বলে দাবি করছে কেন্দ্র।

গড়কড়ির পর এবার নির্মলাকে চিঠি মমতার, দিলেন হুঁশিয়ারি

খড়্গপুর এবং মোরগ্রামের মধ্যে বর্তমানে দুই লেনের জাতীয় সড়ক রয়েছে। নতুন চার লেনের করিডর তৈরি হলে যান চলাচল কয়েক গুণ বাড়বে বলে আশা। এই পথ পার হতে এখন ৯ থেকে ১০ ঘণ্টা সময় লাগে। কেন্দ্রের দাবি, নতুন করিডর পণ্য পরিবহণের সময় কমিয়ে তিন থেকে পাঁচ ঘণ্টা করে দেবে। ফলে খরচও অনেক কম হবে। ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যগুলিরও আর্থিক বিকাশ হতে পারে। যোগাযোগ বাড়বে, বাংলার সঙ্গে ওডিশা, ও অন্ধ্রপ্রদেশের।