গড়কড়ির পর এবার নির্মলাকে চিঠি মমতার, দিলেন হুঁশিয়ারি

নিতিন গড়কড়ির পর এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য ও জীবন বিমা থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে নির্মলা সীতারামণকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের…

Mamata Banerjee writes to Nirmala Satharaman demanding withdrawal of GST on health and life insurance, গড়কড়ির পর এবার নির্মলাকে চিঠি মমতার, দিলেন হুঁশিয়ারি

নিতিন গড়কড়ির পর এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য ও জীবন বিমা থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে নির্মলা সীতারামণকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্য়ান্ডেলে সেই চিঠি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।

চিঠির বক্তব্য, সাধারণ মানুষের কথা বিবেচনা করে স্বাস্থ্য ও জীবন বিমা থেকে অবিলম্বে জিএসটি প্রত্যাহার করা হোক। আবেদন গুরুত্ব না পেলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এই সিদ্ধান্ত জনবিরোধী। এভাবে সাধারণ মানুষকে বিপদে ফেলা আমরা বরদাস্ত করব না। চিকিৎসার খরচের ক্ষেত্রে জিএসটি বরাদ্দ মানব না। অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

   

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘সারা দেশে যেভাবে মানুষের চিকিৎসা খরচ বেড়াচ্ছে সেখানে জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় সরকারের ১৮ শতাংশ জিএসটি চাপানো জনবিরোধী সিদ্ধান্তের নামান্তর। এর ফলে চিকিৎসা পরিষেবা পাওয়া মানুষের কাছে আরও কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।’

দিল্লির বেসমেন্ট কাণ্ডের তদন্তে সিবিআই, হাইকোর্টের তুলোধনা পুলিশ-পুরসভাকে

স্বাস্থ্য ও জীবন বিমা থেকে অবিলম্বে জিএসটি প্রত্যাহারের দাবিতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন সংসদে আগেই প্রতিবাদ জানিয়েছিলেন। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যান্য শরিকদলগুলিকে নিয়ে সংসদেও সরব হয়েছে তৃণমূল। এবার সরাসরি অর্থমন্ত্রীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী।

Koi Fish: বর্ধমানে ভয়ানক কাণ্ড ঘটালো বাঙালির প্রিয় জিওল মাছ!

এর আগে একই দাবি জানিয়ে নির্মলা সীতারমণকে চিঠি দিয়েছিলেন মোদী মন্ত্রিসভার সদস্য নিতিন গড়কড়ি। তাঁর ব্যাখ্যা ছিল, ”জীবনবিমার প্রিমিয়ামের উপরে জিএসটি চাপানোর অর্থ হল যে জীবনের অনিশ্চয়তার উপরে জিএসটি চাপানো হচ্ছে।’ তাঁর মতে, স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপরে যে ১৮ শতাংশ জিএসটি চাপানো হচ্ছে, তা ওই ক্ষেত্রের ব্যবসার উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।’