UP Election 2022 : খিচুড়ি খেয়ে বিপাকে যোগী, FIR দায়ের হুমকি

ভোটের আগে উত্তর প্রদেশে (UP Election 2022) খিচুড়ি নিয়ে চর্চায়। এফআইআর দায়ের করার হুমকি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিরুদ্ধে। খিচুড়ি খেয়ে বিপাকে…

ভোটের আগে উত্তর প্রদেশে (UP Election 2022) খিচুড়ি নিয়ে চর্চায়। এফআইআর দায়ের করার হুমকি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিরুদ্ধে। খিচুড়ি খেয়ে বিপাকে পড়েছেন তিনি।

পদ্ম ছেড়ে স্বামী প্রসাদ মৌর্য সহ বিজেপি ত্যাগী বহু নেতা বেছে নিয়েছেন সাইকেল। বিধানসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশের রাজনীতিতে যা এক চমক। মৌর্য সহ অন্যান্যরা ইতিমধ্যে সমাজবাদী পার্টির পতাকা হাতে তুলে নিয়েছেন ইতিমধ্যে। এক প্রকাশ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছিল যোগদান পর্ব। দলবদলু নেতাদের চাক্ষুষ করতে উপস্থিত ছিলেন বহু সপা সমর্থক। সামাজিক দুরত্ব বিধি গিয়েছিল ঘুচে৷ সংবাদমাধ্যমের ক্যামেরাতেও ধরা পড়েছে সেই ছবি।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজনৈতিক জমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। তারপরেও হয়েছিল জমায়েত। মঞ্চে অখিলেশ যাদব -সহ ভাষণ দিয়েছিলেন একাধিক নেতা। এই সময় প্রায় ২,৫০০ সমর্থকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে লখনউ পুলিশ৷ এছাড়াও মহামারী আইনের আওতায় একাধিক ধারায় মামলা রুজু করেছে যোগী সরকারের পুলিশ।

এই ঘটনায় বেজায় চটেছেন দলবদলু মৌর্য। তিনি বলেছেন, ‘সবার আগে যোগীর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিত। উনি নিজেই করোনা বিধি ভেঙেছেন।’ গোরক্ষপুরের গোরখনাথ মন্দিরে গিয়েছিলেন যোগী। এখান থেকে তিনি বিধানসভা ভোটে লড়বেন বলে শনিবার জানিয়েছে বিজেপি। যোগীর আগমনে ভিড় জমে গিয়েছিল মন্দির চত্বরে। সেই ছবিও ধরা পড়েছিল ক্যামেরায়। মন্দিরে যাওয়ার পর তিনি গিয়েছিলেন এক দলিত পরিবারের বাড়ি। মাটিতে বসে খেয়েছিলেন খিচুড়ি।