ভাঙন ধরেছে দলে। ভাঙন ধরতে পারে ভোট ব্যাঙ্কে। এই আশঙ্কা থেকে বিকল্প পথ খুঁজেছে বিজেপি (UP Election 2022)৷ যে পথে আগেই হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
উত্তর প্রদেশ নির্বাচনে এই প্রথম মহিলা ভোটারদের গুরুত্ব দিচ্ছে ভারতীয় জনতা পার্টি (BJP)। রাজ্যে ইতিমধ্যে নিযুক্ত করা হয়েছে মহিলা বিস্তারকদের। বিভিন্ন বিধানসভা কেন্দ্র ঘুরে তাঁরা প্রচার চালাবেন মানুষের দুয়ারে দুয়ারে।
সূত্রের খবর, প্রায় ৬০ হাজার মহিলা নেত্রীদের একটি দল গঠন করেছে যোগী আদিত্যনাথ অ্যান্ড কোম্পানি। ইতিমধ্যে শেষ হয়েছে নিয়োগ প্রক্রিয়া৷ দেওয়া হয়েছে প্রশিক্ষণ। বিধানসভা কেন্দ্রগুলোতে মহিলা কর্মীদের পাঠানোর কাজ প্রায় শেষের মুখে। তৎপরতার সঙ্গে কাজ করছে বিজেপি।
প্রতি একজন মহিলা বিস্তারকের সঙ্গে যুক্ত করা হয়েছে আরও একশোজনকে। তাঁরা জনে জনে গাইবেন গেরুয়া সরকারের গুণগান। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অর্চনা মিশ্র বলেছেন, ‘এবারের নির্বাচন হতে চলেছে মহিলাদের জন্য। আমাদের প্রতিনিধিরা কথা বলবেন তাঁদের সঙ্গে। মানুষকে বোঝাবেন নারী কল্যাণ স্বার্থে ভারতীয় জনতা পার্টি কী কী পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে।’
স্বামী প্রসাদ মৌর্য দল ছাড়ার পর বিপদ সংকেত বেজেছে গেরুয়া শিবিরে। বিকল্প পদ্ধতিতে গদি টিকিয়ে রাখতে তারা মরিয়া। শোনা যাচ্ছে বিজেপি এবং সমাজবাদী পার্টি দুই দলেরই ট্রাম্প কার্ড- ওবিসি। অর্থাৎ ভাগাভাগি হতে চলেছে ভোট ব্যাঙ্ক। তাই ঝুঁকি না নিয়ে মহিলা ভোটারদের সমর্থন আদায় করতে চাইছে দল। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও এই পদ্ধতি অবলম্বন করেছিলেন বিধানসভা নির্বাচনে। মহিলা ভোটারদের তৃণমূলমুখী করার মোক্ষম চাল চেলেছিলেন তিনি। ফলও পেয়েছেন ২ মে।