রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে হতে পারে ইডি অভিযান! এমনই আশঙ্কা প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ। বৃহস্পতিবার গভীর রাতে সমাজমাধ্যমে এমনই কথা লেখেন রাহুল। তাঁর আশঙ্কা খুব শীঘ্র তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ময়দানে নামতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, তাঁর বাড়ি ঘিরে চলতে পারে ম্যারাথন অভিযান। রাহুলের আশঙ্কা, সংসদে তাঁর ‘ চক্রব্যূহ’ মন্তব্যের পর থেকেই কেন্দ্রীয় সরকার তাঁকে বিপাকে ফেলতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে।
শালবনী ইস্পাত কারখানা নিয়ে জারি জট জটিলতা, আদালতের কাঠগড়ায় সৌরভ গাঙ্গুলি?
Apparently, 2 in 1 didn’t like my Chakravyuh speech. ED ‘insiders’ tell me a raid is being planned.
Waiting with open arms @dir_ed…..Chai and biscuits on me.
— Rahul Gandhi (@RahulGandhi) August 1, 2024
প্রসঙ্গত সোমবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘হাজার বছর আগে হরিয়ানার কুরুক্ষেত্রে অভিমন্যুকে চক্রব্যূহে বন্দি করে হত্যা করেছিল ৬ জন। সেই চক্রব্যূহ নিয়ে আমি কিছুটা পড়াশোনা করি। জানতে পারি এই চক্রব্যূহের অন্য নাম হল পদ্ম ব্যূহ। পদ্মফুলের মতো আকার হওয়ার এমন বলা হত। বর্তমানে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নতুন এক চক্রব্যূহ তৈরি করা হয়েছে। এটিও পদ্মের আকারের। প্রধানমন্ত্রী তা নিজের বুকে সেঁটে ঘুরে বেড়ান। এই চক্রব্যূহ দেশের কৃষক, অগ্নিবীর, পড়ুয়া, বেকার যুবকের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আজও এই চক্রব্যূহে দ্রোণাচার্য, কর্ণ, কৃতবর্মা, শকুনি, কৃপাচার্য ও অশ্বত্থামার মতো ৬ জন রয়েছেন। বর্তমানে এই চরিত্রগুলি হল নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত, অজিত ডোভাল, আম্বানি, আদানি।’
কেন্দ্রীয় আইনে না! বিধানসভায় ধ্বনি ভোটে পাশ ন্যায় সংহিতা বিরোধী প্রস্তাব
এরপরই বৃহস্পতিবার গভীর রাতে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আপাতদৃষ্টিতে, ২ ইন ১-র আমার চক্রব্যূহ মন্তব্য ভাল লাগেনি। ইডির অন্দর মহলের খবর, রেইডের পরিকল্পনা করা হচ্ছে। দুই হাত খুলে আমি অপেক্ষা করছি। চা-বিস্কুট আমি খাওয়াব।’