চেষ্টা করেও হয়তো করা যাবে না ড্যামেজ কন্ট্রোল। কারণ দলের হাল বুঝে গিয়েছে বঙ্গ বিজেপি (BJP)। তাই বৈঠকে বসার আগেই হাল ছেড়ে দিয়েছে গেরুয়া শিবির।
কলকাতা পুরভোটে বিজেপির ফলাফল হতাশজনক। চলতি মাসেই রাজ্যের চার কর্পোরেশনে রয়েছে নির্বাচন। সেখানে আশার আলো দেখা যাচ্ছে না, এমনটাই খবর দলীয় সূত্রে৷ পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসবে নেতৃত্ব। কিন্তু জেলা স্তরে দলের পক্ষ থেকে বার্তা চলে গিয়েছে আগেই। সূত্রের খবর, বিজেপির পক্ষ থেকে জেলাশাসকদের কাছে বার্তা, ‘আসন্ন নির্বাচনগুলোতে ফল হবে হতাশজনক।’
আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরসভায় নির্বাচন হওয়ার কথা রয়েছে৷ চন্দননগর, আসানসোল, বিধাননগর এবং শিলিগুড়িতে বেজে গিয়েছে ভোটের নির্ঘন্ট। যদিও করোনার কারণে নির্ধারিত সময়ে ভোট না-ও হতে পারে। পরিস্থিতি খতিয়ে দেখে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেবে রাজ্য নির্বাচন কমিশন। ভোট পিছিয়ে দেওয়ার জন্য আপিল করেছে বঙ্গ বিজেপি।
নির্বাচন পিছিয়ে গেলে নিজেদের গুছিয়ে নেওয়ার আরও একটু সময় পাবেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেরা৷ কিন্তু সময় পেলেও কাজের কাজ যে কিছুই হবে তা ইতিমধ্যে বুঝে গিয়েছেন তাঁরা। বৈঠকে বসবে বিজেপি নেতৃত্ব। তবে তা নামমাত্র। হতাশজনক ফলের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখছে গেরুয়া শিবির।