Goa-তে নিষিদ্ধ হচ্ছে মদ? বিধানসভায় বিরাট প্রস্তাব বিজেপির

যারা সমুদ্রপ্রেমী তাঁদের বাকেট লিস্টে গোয়া (Goa) থাকবে না সেটা হতেই পারে নাম গোয়ার সমুদ্র সৈকত সমগ্র বিশ্বে শুধু পরিচিত। যারা সি বিচ পছন্দ করেন…

যারা সমুদ্রপ্রেমী তাঁদের বাকেট লিস্টে গোয়া (Goa) থাকবে না সেটা হতেই পারে নাম গোয়ার সমুদ্র সৈকত সমগ্র বিশ্বে শুধু পরিচিত। যারা সি বিচ পছন্দ করেন এবং সুরাপান করতেও পছন্দ করেন তাদের কাছে গোয়া এক কথায় প্যারাডাইসের সমান। কিন্তু এবার এই গোয়া নিয়েই বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। গোয়া গিয়ে যারা সুরাপান করতে পছন্দ করেন তাদের জন্য রইল খারাপ খবর। 

 

   

আগামী দিনে হয়তো গোয়ার সি বিচে আর মদ নাও মিলতে পারে। গোয়া হ’ল সর্বাধিক অ্যালকোহল সেবনকারী রাজ্য। তবে এবার কিনা এই রাজ্যেই এখন মদ নিষিদ্ধ করার দাবি উঠেছে। সংসদে এই দাবি তুলেছেন এক বিজেপি বিধায়ক। গোয়ার বিজেপি বিধায়ক প্রেমেন্দ্র শেঠ গোয়ায় মদ খাওয়া নিষিদ্ধ করার দাবি করেছেনম তবে এ বিষয়ে দলের কিউই বিধায়কের পাশে দাঁড়াতে চাননি।

 

 বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রেমেন্দ্র শেঠ বলেন, “উন্নত ভারত ও উন্নত গোয়ার জন্য গোয়ায় মদ খাওয়া নিষিদ্ধ করা উচিত। আমরা রাজ্যে মদ উৎপাদন করে অন্য রাজ্যে রফতানি করতে পারি, কিন্তু গোয়ায় তা খাওয়া নিষিদ্ধ করা উচিত।” উত্তর গোয়ার মায়েম বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্বকারী এই প্রথম বিজেপি বিধায়ক বলেছেন যে রাজ্যে মদ খাওয়ার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে রাস্তা ও শিল্প ইউনিটগুলিতে দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছেন।

 

এদিকে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিজেপি মহিলা বিধায়ক ডেলিলা লোবো বিস্ময় প্রকাশ করে বলেন যে শেঠ কি চান যে লোকেরা রেস্তোঁরা ব্যবসা বন্ধ করে দিক? মহিলা বিধায়কের দাবি, ‘এখানে পর্যটকদের আগমনের অন্যতম কারণ অ্যালকোহলও। আমাদের কি করা উচিত… আমরা কি রেস্তোরাঁগুলি বন্ধ করে দেব?’ 

 

ডেলিলা লোবোর আবার নিজস্ব রেস্তোরাঁও আছে। লোবো তার স্বামী মাইকেল লোবোর (ক্যালাঙ্গুট এমএলএ) সাথে উত্তর গোয়ার উপকূলীয় অঞ্চলে একটি হোটেলের চেইনের মালিক। এদিকে আপ বিধায়ক ক্রুজ সিলভা বলেন, গোয়ায় মদ নিষিদ্ধ করা সম্ভব নয়। তিনি বলেন, “এখানে রাস্তায় দুর্ঘটনা ঘটে কিন্তু গোয়ার লোকেরা এতে জড়িত নয়। এখানে প্রচুর রেস্তোঁরা এবং অন্যান্য ব্যবসা রয়েছে যা অ্যালকোহল বিক্রির উপর নির্ভর করে। মদ নিষিদ্ধ হলে চাকরিতে প্রভাব পড়বে। “