অভিষেকের নজরে ডায়মন্ড হারবর, দিল্লি থেকেই ফিরেই বড় পদক্ষেপ?

নির্বাচনে বিপুল ভোটে জেতার পর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে ডায়মন্ড হারবারের উন্নয়ন। নিজের নির্বাচনী কেন্দ্রেই এবার প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দিল্লি…

নির্বাচনে বিপুল ভোটে জেতার পর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে ডায়মন্ড হারবারের উন্নয়ন। নিজের নির্বাচনী কেন্দ্রেই এবার প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দিল্লি থেকে ফিরেই ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে এই বৈঠকে বসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূলে জোর গুঞ্জন যে, অভিষেকের তৈরি করা ‘ডায়মন্ড হারবার মডেল’-এ নতুন কিছু সংযোজন হতে পারে।

অভিষেক তিন মেয়াদে ডায়মন্ড হারবারের সাংসদ। কথা দিয়েছিলেন, তৃতীয়বার জনপ্রতিনিধি হলে উন্নয়নের কাজ করবেন আরও বেশি করে। ভোটের ফলাফলের পরিসংখ্যান বলছে, ৭ লক্ষের বেশি ব্যবধানের রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার থেকে তৃতীয়বার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি।

   

জয়ের হ্যাটট্রিকের পরই ডায়মন্ড হারবারে আরও উন্নয়ন কাজের দিকে নজর দিলেন তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’। দিল্লিতে সংসদ অধিবেশন সেরেই ডায়মন্ড হারবারে ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, অগস্ট মাসের ১০ তারিখ আমতলার একটি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে, ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত বিধায়ক, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের জনপ্রতিনিধিদের কাছে এখনও প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ আসেনি।

Hilsa: ইলিশপ্রেমী বাঙালিদের জন্য দারুন খবর, টন টন রুপোলি শস্য জেলেদের জালে

২০২০-২১ সালে কোভিড মহামারী কালে অভিষেকের তৈরি ‘ডায়মন্ড হারবার মডেল’ ব্যাপক সাফল্য লাভ করেছিল। উপকৃত হয়েছিলেন আমজনতা। এই ডায়মন্ড হারবারকে কেন্দ্র করেই বার্ধক্যভাতা নিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কথা আদায় করেছিলেন অভিষেক। খতিয়ে দেখেছিলেন প্রসাসনিক কাজ। তবে এই মডেল নিয়েই তৃণমূলে কয়েক বছর আগে শোরগোল পড়েছিল। ‘ডায়মন্ড হারবার’ মডেলের সমালোচনা করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁকে দলেই বিরোধিতার মুখে পড়তে হয়েছিল। কল্যাণের কুশপুতুল দাহ করা হয় ভবানীপুরে। এখন অবশ্য সব অতীত। কল্যাণ-অভিষেক-কে এখন পাশাপাশি বসে দলীয় রণনীতি সহ বিভিন্ন কাজে দেখা যায়।

এই প্রেক্ষাপটে যেমন ডায়মন্ড হারবারে অভিষেকের প্রশাসনিক বৈঠক গুরুত্বপূর্ণ, তেমনই তৃণমূল ‘সেনাপতি’র ‘ডায়মন্ড মডেল’-এ নয়া কিছু অন্তর্ভুক্ত হয় কিনা সেদিকেও নজর থাকবে।