মঙ্গলে হুড়মুড়িয়ে কমল সোনা-রুপোর দাম, জানুন ২৪ ক্যারটের রেট

সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক লক্ষ্য করা গেল। কয়েকদিন ধরে দাম নিম্নমুখী থাকার কারণে স্বস্তি পেয়েছিলেন…

gold

সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক লক্ষ্য করা গেল। কয়েকদিন ধরে দাম নিম্নমুখী থাকার কারণে স্বস্তি পেয়েছিলেন মানুষ। তবে গতকাল সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুর দিনেই সোনা-রুপোর দাম বেড়ে যায়। তবে আজ কি এই দুই ধাতুর দাম কমল? নাকি গতকালের মতো রেট বাড়ল?

অনেকেই আছেন যারা সোনা সঞ্চয় করেন বা ভবিষ্যতে ভালো টাকা লাভের আশায় তাতে বিনিয়োগ করেন। আবার অনেকেই আছেন যারা সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে কেনেন। আপনি কোনটা করতে পছন্দ করেন? আপনিও যদি কলকাতা শহরের বাসিন্দা হয়ে থাকেন এবং আজ এই দুই ধাতু কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে খুশি হয়ে যাবেন। কারণ আজ হুড়মুড়িয়ে কমল সোনা রুপোর দাম। হ্যাঁ ঠিকই শুনেছেন।

   

জানা গিয়েছে, আজ শহরে ১০ গ্রামে ২২ ক্যারট সোনার দাম ১৬০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০,৫৬০ টাকায়। ১০০ গ্রাম সোনার দাম ২০০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৬,৩২,০০০ টাকায়।

এবার আসা যাক ২৪ ক্যারটের প্রসঙ্গে। আজ শহরে ২৪ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ২১০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৬৮,৯৫০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ২১০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৬,৮৯,৫০০ টাকায়। আজ জানেন শহরে ১৮ ক্যারটে ১০ গ্রাম সোনার মূল্য? তাহলে জেনে নিন ১০ গ্রামের দাম ১৭০ টাকা অবধি কমে বিক্রি হচ্চে ৫১,৭১০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ১৭০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫,১৭,১০০ টাকায়।

জানলে খুশি হবেন, সোনালী ধাতুর পাশাপাশি আজ রুপোলী ধাতুর দামও অনেকটা কমেছে। আজ শহরে ১০০ গ্রাম রুপোর দাম ৫০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৮৪৫০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ৫০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৮৪,৫০০ টাকায়।