বিধানসভায় বিধ্বংসী! বাংলা ভাগ করতে এলেই বিরাট পদক্ষেপ নেবেন মমতা

সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে রুদ্রমূর্তি ধারণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এইদিন তাঁর গলায় শোনা গেল ক্ষোভের সুর। শুধু তাই নয়, এইদিন তিনি কার্যত বাংলা…

mamata banerjee

সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে রুদ্রমূর্তি ধারণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এইদিন তাঁর গলায় শোনা গেল ক্ষোভের সুর। শুধু তাই নয়, এইদিন তিনি কার্যত বাংলা ভাগ প্রসঙ্গে বিরোধীদের চড়া সুরে হুঁশিয়ারি দিয়ে ‘বাংলা ভাগ রুখে’ দেওয়ার কথা বললেন। গর্জন করে জানালেন যে, ‘ চার মন্ত্রী উত্তরবঙ্গ ভাগের কথা। আমি ধিক্কার জানাই।’

School Closed: তাপপ্রবাহের কারণে স্কুল ছুটির ঘোষণা রাজ্যের, তবে ছুটি নয় শিক্ষকদের!

   

সোমবার তিনি বিধানসভায় ক্ষোভ উগড়ে বলেন, ‘ বাংলা ভাগ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বিধানসভায় মমতা বলেন, ‘ভোট চলে গেলেই ভাগাভাগি ইস্যুকে নিয়ে আসা হয়। এক জন বলছেন, মুর্শিদাবাদ-মালদহ ভেঙে দাও। কেউ বলছেন, অসমের তিনটি জেলাকে নিয়ে নতুন কিছু করো। কেউ আবার উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করে দিতে বলছেন।’ এখানেই শেষ নয়, তিনি আরও বলেন যে, ‘ বাংলা ভাগ করতে এলে কী ভাবে তা রুখতে হয়, তিনি দেখিয়ে দেবেন। বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘চার মন্ত্রী বলেছেন উত্তরবঙ্গ ভাগের কথা। আমি ধিক্কার জানাই। আসুক বাংলা ভাগ করতে, কী করে রুখতে হয় দেখিয়ে দেব।’

Ibrahim Faisal: সোমবার ভারত সফরে মালদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সাল

এইদিন তিনি বিধানসভায় উত্তরবঙ্গের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, ‘ ১ লক্ষ ৬৪ হাজার ৭৬৪ কোটি টাকা উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়নে খরচ করা হয়েছে। ভোটের সময় বিজেপি ভাগ করার জন্য ভোট দিতে বলে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আলোচনা হোক বিধানসভায়। ভোটাভুটি হোক। বিধানসভাকে এড়িয়ে বাংলা ভাগ করার কথা বলা যাবে না।’