আগামী ৩১ জুলাই ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম ম্যাচ খেলবে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইন্ডিয়ান নেভি। তাঁর আগে জোরকদমে অনুশীলন চালাচ্ছে গোটা দল। গত মরসুমে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও এবার ডুরান্ড কাপ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া এই শক্তিশালী ফুটবল ক্লাব।
গত শনিবার নিজেদের সোশ্যাল সাইটে ডুরান্ডের স্কোয়াড ঘোষণা করে বেঙ্গালুরু এফসি। যেখানে গোলরক্ষক হিসেবে রয়েছে গুরপ্রীত সিং সিন্ধু, সাহিল পুনিয়া, লালথুয়াম্মাউয়া রালতের নাম। পাশাপাশি দলের রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন রাহুল ভেকে, চিঙ্গলেসানা সিং, আলেকজান্ডার জোভানোভিক, নিখিল পূজারী, নাওরেম রোশন সিং, নামগ্যাল ভুটিয়া, ক্লারেন্স ফার্নান্দেজ, মহম্মদ সালাহ, আশিক অধিকারী।
মিডফিল্ডার হিসেবে থাকছেন আলবার্তো নোগুয়েরা, সুরেশ সিং, পেড্রো লুইস ক্যাপো পায়েরাস, হর্ষ পাত্রে, লালরেমতলুয়াঙ্গা ফানাই, ভিনিত ভেঙ্কটেশ, শ্রেয়াস কেতকর। এবং আক্রমণভাগে অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে থাকছেন এডগার মেন্ডেজ, চিংগাঙ্গম শিবালদো সিং, রায়ান উইলিয়ামস, জর্জ পেরেইরা দিয়াজ, শিব শক্তি, রোহিত দানু ও মনিরুল মোল্লা।
উল্লেখ্য, গত মরসুমের হতাশাজনক পারফরম্যান্সের পর একাধিক ফুটবলারদের বিদায় জানায় ম্যানেজমেন্ট। পরিবর্তে প্রতিপক্ষের ঘর ভেঙে একের পর এক দাপুটে ফুটবলারদের দলে টানে বেঙ্গালুরু। তাঁদের সামনে রেখেই এবার খেতাব জয়ের লক্ষ্য জেরার্ড জারাগোজার।