বিরাট চমক দিলেন অখিলেশ, উত্তর প্রদেশে কঠিন চ্যালেঞ্জের মুখে যোগী

লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিরাট ধাক্কা খেয়েছে বিজেপি। গেরুয়া শিবিরকে টেক্কা দিয়ে ফার্স্ট হয়েছে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টি। বিধায়কের পাশাপাশি উত্তর প্রদেশ বিধানসভার…

লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিরাট ধাক্কা খেয়েছে বিজেপি। গেরুয়া শিবিরকে টেক্কা দিয়ে ফার্স্ট হয়েছে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টি। বিধায়কের পাশাপাশি উত্তর প্রদেশ বিধানসভার বিরোধী দলনেতাও ছিলেন অখিলেশ। সাংসদ নির্বাচিত হওয়ায় বিরোধী দলনেতার পদ ছেড়ে দিয়েছেন অখিলেশ। সেই দায়িত্ব পেলেন দলের বর্ষীয়ান নেতা মাতা প্রসাদ পাণ্ডে।

Advertisements

উত্তর প্রদেশের রাজনীতিতে চেনা নাম মাতা প্রসাদ পাণ্ডে। ৯ বারের বিধায়ক পাণ্ডে দু’দফায় স্পিকারের দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি সিদ্ধার্থনগরের ইটওয়া আসনের বিধায়ক। প্রাক্তন প্রতিমন্ত্রী তথা কান্থের বিধায়ক কমল আখতারকে বিধানসভায় সমাজবাদী পার্টির মুখ্য সচেতক এবং রানিগঞ্জের বিধায়ক রাকেশ কুমার ভার্মাকে ডেপুটি হুইপ করা হয়েছে।

   

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা ভোটের ফলাফল থেকে এটা পরিষ্কার যে উত্তর প্রদেশের ব্রাহ্মণ সম্প্রদায় বিজেপির উপর চরম ক্ষুব্ধ। অখিলেশ যাদব এই বিষয়টি মাথায় রেখেই পূর্ব উত্তর প্রদেশের ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতা মাতা প্রসাদ পাণ্ডেকে বিরোধী দলনেতার পদে বসিয়েছেন।

কী হল নীতীশের? মোদীর বৈঠকে অনুপস্থিত থেকে তুলে দিলেন বড় প্রশ্ন

Advertisements

১৯৪২ সালের ৩১ ডিসেম্বর মাতা প্রসাদ পাণ্ডে সিদ্ধার্থনগরের পিরেলা গ্রামে জন্মগ্রহণ করেন। এমএ এবং এলএলবি ডিগ্রি রয়েছে তাঁর। ১৯৮০ সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন পাণ্ডে। ২০ ডিসেম্বর ১৯৯০ থেকে ২৪ জুন ১৯৯১ পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ২০০৩ এর ৩ অক্টোবর মুলায়ম সিং যাদবের সরকারের মন্ত্রী হন।

‘মিসলিড’ করছেন মমতা? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খোদ কেন্দ্রীয় মন্ত্রকেরই অভিযোগে তোলপাড় দিল্লি!