ফের অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার প্রকাশ্যে উঠে এল কালনায় তৃণমূল নেতার ‘দাদাগিরি’-র কিছু দৃশ্য। গৃহস্থ বাড়িতে ঢুকে রীতিমতো সকলকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা গোপাল তিওয়ারির বিরুদ্ধে। আর এই ঘটনায় নতুন করে শাসক দলকে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
স্থানীয়দের অভিযোগ, যাতায়াতের রাস্তা আটকে পাঁচিল দেওয়ার প্রতিবাদ করতেই চড়াও হন তৃণমূল নেতা গোপাল তিওয়ারি ও তাঁর দলবল। তাঁর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ওই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এই ঘটনা প্রসঙ্গে এবার গর্জে উঠলেন দিলীপ ঘোষ। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘জেসিবি জামালের জয়ন্ত ও তার দলবলের পর তৃণমূলের গুন্ডামির মুকুটে নতুন নাম গোপাল তিওয়ারি। ওই ব্যক্তি কালনা টাউন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা সাধারণ মানুষকে মারধর করেন। জমি নিয়ে বিবাদের জেরে বাড়িতে ঢুকে এক মহিলাকে বেধড়ক মারধর করা হয়। পরে ওই মহিলাকে বাড়ি থেকে টেনে বের করে আনা হয়। এছাড়া আরও অনেকে আহত হন। এভাবেই ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখে তৃণমূল। পশ্চিমবঙ্গে একের পর এক ঘটনা, আর মমতা বি চুপ!’
অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যও গুরুতর অভিযোগ করেছেন। তাঁর মতে, ‘তৃণমূল নেতাদের আচরণ বদলানোর নয়।’
1.2 Due to a land dispute,a woman was brutally beaten aftr entering her house.Later,d woman was dragged out of her house.Many others present were also injured.
This is how TMC maintains its power through intimidation. Incident aftr incident in Paschim Banga,Mamata B. is silent!— Dilip Ghosh (Modi Ka Parivar) (@DilipGhoshBJP) July 28, 2024