ISL: প্রাক-মরসুম প্রস্তুতি সারতে থাইল্যান্ড উড়ে যাচ্ছে মুম্বই ব্রিগেড

গত কয়েক মাসে দলের একাধিক ফুটবলারদের বিদায় জানিয়েছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। পরিবর্তে দলে আনা হয়েছে একাধিক তরুণ ফুটবলারদের। হাইপ্রোফাইল বিদেশিদের পাশাপাশি নয়া…

গত কয়েক মাসে দলের একাধিক ফুটবলারদের বিদায় জানিয়েছে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। পরিবর্তে দলে আনা হয়েছে একাধিক তরুণ ফুটবলারদের। হাইপ্রোফাইল বিদেশিদের পাশাপাশি নয়া মরসুমে এই ফুটবলারদের সামনে রেখেই স্কোয়াড সাজাচ্ছে আগেরবারের আইএসএল (ISL) জয়ীরা। আইএসএলের পাশাপাশি যেখানে স্থান পেয়েছেন আইলিগ খেলা একাধিক ফুটবলার।

তাঁদের সকলকে নিয়েই এবার প্রাক মরসুম প্রস্তুতি সারতে থাইল্যান্ড উড়ে যাবেন কোচ পেট্র ক্র্যাটকি। যতদূর জানা গিয়েছে, আগামী ২৮ শে জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত ব্যাংককে শিবির করবে মুম্বাই ব্রিগেড। শেষ মরসুমে অনবদ্য পারফরম্যান্স ছিল এই হেভিওয়েট ফুটবল ক্লাবের। ট্রফি জয়ের পাশাপাশি লিগে সর্বাধিক পয়েন্ট সংগ্ৰহকারী হিসেবে ও উঠে এসেছিল মুম্বাই। এছাড়াও গোটা টুর্নামেন্ট জুড়ে সবচেয়ে কম সংখ্যক গোল হজম করেছিল এই দল।

   

পরবর্তীতে গোলরক্ষক ফূর্বা লাচেনপার সোনার গ্লাভস জয় তা আলাদা মাত্রা যুক্ত করে। নতুন মরসুমে ও নিজেদের সেই ধারা বজায় রাখতে চায় এই ফুটবল ক্লাব। সেই মর্মে দলের হেড কোচ বলেন, ‘গত সিজনটা দলের সঙ্গে সত্যি অনবদ্য ছিল। আইএসএল ট্রফি জেতার ফলে সকলেই যথেষ্ট খুশি হয়েছিল। তবে সেটা এখন অতীত। নতুন মরসুমের জন্য কঠোর পরিশ্রমের দিকেই নজর রয়েছে আমাদের সকলের।’

তিনি আরো বলেন, ‘ সমস্ত কিছু মাথায় রেখেই দলে একাধিক অভিজ্ঞ ফুটবলারদের যুক্ত করা হয়েছে। যাদের উপস্থিতিতে আমাদের দলের শক্তি অনেকটাই বাড়বে। নতুন সিজনে নিজেদেরকে আরো উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’

কিন্তু দলের প্রস্তুতির জন্য কেন ব্যাংকক বেছে নিয়েছেন কোচ? এই প্রসঙ্গে ক্লাবের সিউ কন্দর্প চন্দ্র বলেন, ‘ব্যাংককের আবহাওয়া ও পরিস্থিতি অনেকটা মুম্বাইয়ের মতো। আমরা বিশ্বাস করি এটি আমাদের দলের খেলোয়াড়দের মুম্বাইতে ফিরে আসার সময় আরো ভালোভাবে মানিয়ে নিতে সহায়তা করবে। গতবারের মতো আমরা এবার ও মরসুমের শেষে সাফল্য পেতে চাই। সেজন্য আমাদের সবরকম প্রচেষ্টা রয়েছে।’