জল্পনা শুরু হয়েছে হেক্টর ইয়ুস্তে (Hector Yuste)-কে কেন্দ্র করে। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে লিগ শিল্ড জেতা এই ফুটবলারকে ইস্টবেঙ্গল (East Bengal FC) সই করানোর ব্যাপারে আগ্রহী বলে জল্পনা। যদিও নিশ্চিত করে এখনও কিছু দাবি করা হয়নি। যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, এমন দাবি উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
Mohammedan SC: অতিরিক্ত সময়ের পেনাল্টি থেকে জিতল মহামেডান
নতুন মরসুম শুরু হওয়ার আগে বিভিন্ন পরিসংখ্যান নিয়ে কাটাছেঁড়া চলছে। ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে পরিসংখ্যান সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন। সম্প্রতি সেখানে তুলে ধরা হয়েছিল গত মরসুমে সবথেকে বেশি ‘ডুয়েল’ জেতা ফুটবলারদের নাম। ২০২৩-২৪ মরসুমে হেক্টর ইয়ুস্তে ২৪ টি ম্যাচে ২০৭২ মিনিট মাঠে ছিলেন। যার মধ্যে আটটি ক্লিন শিট বজায় রাখার ক্ষেত্রে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৪৯ টি ডুয়েলে যুক্ত করেছিলেন নিজেকে। ৫৮ টি এরিয়াল ডুয়েল সহ ৬৭.৭৯% সাফল্যের হারের সঙ্গে মোট ১০১ টি ডুয়েল জিতেছিলেন। এছাড়াও ১২০টি রিকভারি, ১৭টি ব্লক এবং ৯১৭টি সফল পাস সম্পন্ন করেছিলেন হেক্টর ইয়ুস্তে।
হেক্টর ইয়ুস্তে ইন্টারসেপশন করার ক্ষেত্রে নিজের দক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। ২৪ টি ম্যাচে ৩৪ টি ইন্টারসেপশন করেছেন সফলভাবে। এছাড়াও তাঁর গেম রিডিং ক্ষমতা এবং নিখুঁত টাইমিং মোহনবাগান সুপার জায়ান্টের সাফল্যের অন্যতম কারণ। ২০২৩-২৪ মরসুমে সবুজ মেরুন তাঁবুতে এসেছিল ডুরান্ড কাপ ও লিগ শিল্ড।
Durand Cup: মোহন-ইস্ট ছাড়াও ডুরান্ডে নজর কাড়তে পারে এই ৩ ম্যাচ
Spanish defender Hector Yuste in talks with East Bengal. The Super Cup champions are not done yet in terms of domestic signings with transfer fee as time till Aug 31. They tried for Suresh also to add depth, but BFC eventually decided not to sell.#IndianFootball #Transfers
— Marcus Mergulhao (@MarcusMergulhao) July 25, 2024
হেক্টর মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিয়েছিলেন মরসুমের মাঝামাঝি সময়ে। তিনি দলে থাকালীন লিগ শিল্ড জিতেছিল সবুজ মেরুন ব্রিগেড। বয়স কিছুটা বেশি হলেও অভিজ্ঞতা দিয়ে এখনও আগলে রাখতে পারেন রক্ষণভাগ। ইস্টবেঙ্গল এই ডিফেন্ডারের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগাতেই পারে। ডুরান্ড কাপ, ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ইস্টবেঙ্গল।