আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টিপাতের হওয়ার সম্ভবনা করছে হাওয়া অফিস (Weather Forecast)। হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টিপাত হতে পারে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটি আগামী ৪৮ ঘণ্টা পর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে অনুমান করছেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা। এই ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে হেলে রয়েছে ৷ তাই এর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
পর্যটকদের জন্য সুখবর, দুর্গাপুজোর পরই খুলতে পারে হলং বনবাংলো
আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা থাকছে। দক্ষিণবঙ্গের চার জেলায় আজ, শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মূলত পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গে শনিবার থেকে বাড়বে বৃষ্টি। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের চার জেলায়। আপাতত দু’দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে উত্তরবঙ্গে ফের বাড়বে বৃষ্টি।
বন্যায় বিপর্যস্ত মহারাষ্ট্র, সেনা নামিয়ে চলছে উদ্ধারকাজ
শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা বৃষ্টি হতে পারে কলকাতাতেও। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ধীরে ধীরে কমছে বৃষ্টির দাপট। আগামী দুই দিন খুবই কম বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে ছবিটা বদলাতে পারে শনিবার থেকে। শনিবার থেকে সোমবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। এরমধ্যে শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।