লাদাখ সীমান্তে ভারত-চিনের মধ্যে বাড়ছে উত্তেজনা। বারবার অভিযোগ আসছে, ড্রাগন সেনা ভারতকে চাপে রাখতে একাধিক ক্রিয়াকলাপ ঘটাচ্ছে সীমান্তে। এহেন উত্তেজনার মাঝেই বড় রকম মন্তব্য করলেন ভারতীয় সেনা প্রধান মুকুন্দ নারাভানে।
তিনি দাবি করেন, ভারত ও চিনের মধ্যে যুদ্ধ বাঁধলে নিঃসন্দেহে ভারতের জয় হবে। প্রশ্ন উঠছে, তাহলে কী ভারত–চিনের মধ্যে যুদ্ধ বাঁধতে চলেছে? সে ব্যাপারে অবশ্য সেনাপ্রধান কিছু খোলসা করে বলেননি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নারাভানে বলেন, “যুদ্ধ বা সংঘর্ষ সবসময়ই শেষ উপায়ের একটি হাতিয়ার। কিন্তু যদি এর আশ্রয় গ্রহণ করা হয়, তাহলে আমরা সহজেই বিজয়ী হয়ে বেরিয়ে আসব। যদিও দুদেশের মধ্যে সীমান্ত সংঘাত মিটিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা চলছে।
চিন অনেকটাই পিছু হটেছে। ভারত এবং চিন দুপক্ষের সহমতিতে সেনা সরানোর প্রক্রিয়াকী পরিস্থিতি উত্তর সীমান্তের? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে বলেন, “দীর্ঘমেয়াদী সমাধান হচ্ছে সীমান্ত-এর প্রশ্নটি সমাধান করা, রয়েছে কিছু মতপার্থক্য, সেজন্য সহজে এই সমস্যা মিটছে না। আমরা সীমান্তে যে কোনও পরিস্থিতির জন্য পুরোপুরি তৈরি রয়েছি। উত্তর ও পশ্চিম সীমান্তে ইতিবাচক উন্নয়ন হয়েছে। যদিও আংশিক ব্যস্ততা ছিল, কোনওভাবেই হুমকি হ্রাস করা হয়নি। আমরা টহলদারি পয়েন্ট 15 (হট স্প্রিংস) এ সমস্যা সমাধানের বিষয়ে আশাবাদী। যদি কোনও সামরিক প্রভাব থাকে তবে আমরা এটি মোকাবেলা করার জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত।”
এদিকে সীমান্তে জঙ্গি কার্যাকলাপ বেড়েছে বলে দাবি করেছেন সেনাপ্রধান। western ফ্রন্টে বিভিন্ন লঞ্চ প্যাডে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। জঙ্গিরা জোড়ো হয়েছে। শুধু তাই নয়, বারবার সীমান্ত পেরিয়ে তাঁরা ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা বলে জানিয়েছেন নারাভানে।