রাষ্ট্রপতি ভবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ‘দরবার হল’ ও ‘অশোক হলে’র নতুন নামকরণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই দুই হলের নামকরণ হয়েছে যথাক্রমে ‘গণতন্ত্র মণ্ডপ’ এবং ‘অশোক মণ্ডপ’। রাষ্ট্রপতি ভবনের পরিবেশে যাতে ভারতীয় সাংস্কৃতিক মূল্যবোধ এবং নীতি প্রতিফলিত হয় সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি ভনের তরফে প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘রাষ্ট্রপতি ভবন ভারতের রাষ্ট্রপতির কার্যালয় এবং বাসভবন, যা জাতির প্রতীক এবং দেশবাসীর কাছে অমূল্য ঐতিহ্য। এটিকে মানুষের কাছে আরও সহজে পৌঁছে দিতে ক্রমাগত প্রচেষ্টা চালানো হচ্ছে। রাষ্ট্রপতি ভবনের পরিবেশে ভারতীয় সাংস্কৃতিক মূল্যবোধ এবং নীতির প্রতিফলন করে।’
Durbar Hall, Ashok Hall in Rashtrapati Bhavan renamed Ganatantra Mandap, Ashok Mandap
Read @ANI Story | https://t.co/UnYzkDyE1U#RashtrapatiBhavan #GanatantraMandap #AshokMandap pic.twitter.com/6JDHzdSk60
— ANI Digital (@ani_digital) July 25, 2024
জানা গিয়েছে, এই নামকরণ করেছেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই দু’টি হলেই মূলত জাতীয় পুরস্কার মতো অনুষ্ঠানগুলি হয়ে থাকে। ফলে এবার থেকে হল এক থাকলেও ‘গনতন্ত্র মণ্ডপ’ ও ‘অশোক মণ্ডপ’-এ অনুষ্ঠিত হবে বিভিন্ন অনুষ্ঠান। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
‘খনিজ সম্পদের উপর স্বত্ব কর নয়’, কেন্দ্রের যুক্তি উ়ড়িয়ে রাজ্যগুলোর ‘সুপ্রিম’ জয়
রাষ্ট্রপতি ভবনের কোনও অংশের নামবদল এই প্রথম নয়। এ আগে রাষ্ট্রপতি ভবনের ‘মুঘল গার্ডেনে’র নামবদল হয়েছে। কেন্দ্রীয় সরকার মুঘল গার্ডেনের নতুন নাম দিয়েছিল ‘অমৃত উদ্যান’। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘অমৃত মহোৎসব’ পালন করেছিল মোদী সরকার। সেই সূত্রেই ‘মুঘল গার্ডেনে’র নতুন নামকরণ। ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ, দু’মাস জনসাধারণের প্রবেশের জন্য খোলা থাকে রাষ্ট্রপতি ভবনের বাগান। সেই সময় বাগানে মরসুমি ফুল ফোটে। তা দেখতে ভিড় জমান বহু মানুষ।