২০২৪-এর বাজেটে (Budget 2024) যদি দুটি রাজ্যের সবথেকে বেশি লক্ষ্মী লাভ হয়, তাহলে তা হল বিহার এবং অন্ধ্রপ্রদেশ। আর্থিক প্যাকেজের (Budget 2024) পাশাপাশি চারটি বড় হাইওয়ে প্রকল্প, কলকাতা অমৃতসর বিজনেস করিডরের মধ্যে গয়া বিজনেস হাব, গঙ্গার উপরে বড় ব্রিজ, ভাঙ্গন এবং বন্যা রোধে বিশেষ প্রকল্প, সেই সাথে জলবিদ্যুৎ প্রকল্প (Budget 2024)। সবমিলিয়ে পূর্বের রাজ্যগুলির জন্য ‘পূর্বোদয়’ যোজনায় সব থেকে বেশি লাভবান হয়েছে বিহারই (Budget 2024)।
নিজের সপ্তম বাজেটে মোদীর অন্যতম জোট সঙ্গীকে দুহাত ভরে উপহার দিয়েছেন নির্মলা সীতারামন। কিন্তু তা সত্ত্বেও বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমার যেন নাখুশ। বিহারকে স্পেশাল স্টেট-এর মর্যাদা দেয়নি কেন্দ্র সরকার। আর সেই নিয়ে যেন ক্ষোভ লুকোতে পারছেন না নীতিশ। বাজেট নিয়ে তাঁর বক্তব্যে এক রহস্যময় সম্ভাবনার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
বিহারকে বিশেষ রাজ্য বা স্পেশাল স্টেট এর মর্যাদা দেওয়ার দাবি নীতিশের দীর্ঘদিনের। যদিও প্রথম মোদী সরকারে জোট সঙ্গী হিসেবে থাকলেও দরদাম করার মত পরিস্থিতিতে তিনি ছিলেন না। কিন্তু এবারে তাঁর হাতে অনেকটাই সরকার গড়ার চাবিকাঠি ছিল। তাই অনেকেই মনে করেছিলেন যে এবার হয়ত নীতিশের দীর্ঘদিনের দাবি পূরণ হলেও হতে পারে।
NEET UG 2024 Results: সুপ্রিম কোর্টের রায়ের পরেই বিরাট ঘোষণা করলেন ধর্মেন্দ্র প্রধান!
সরকার গঠনের পর থেকেই নীতিশের দল সেই নিয়ে রীতিমতো তদ্বির করা শুরু করেও দিয়েছিল। প্রথমে রেলমন্ত্রকের গোঁ ধরে ছিলেন নিতিশ। সেটা পূরণ হয়নি। একাধিক মন্ত্রীত্বের দাবি করেছেন, যা কার্যত মানেনি মোদীর বিজেপি। আর এবার বাজেটে স্পেশাল স্টেট এর দাবিও কার্যত নাকচ। কিন্তু নীতিশ কি বলছেন?
অনেক পেয়েছির বাজেটেও নিতিশের গলায় যেন একটু ভিন্ন সুর। নীতিশের বক্তব্য অনুযায়ী এটা তো সবে ‘শুরু’। তিনি বলেছেন – “আমরা বিশেষ বিভাগের মর্যাদার কথা বলছিলাম। দিল্লির অনেক আধিকারিক বলেছেন, বিশেষ বিভাগের মর্যাদার বিধান অনেকদিন আগেই বাতিল হয়ে গিয়েছে। তাই তার পরিবর্তে বিহারের উন্নয়নে সহায়তা করা উচিত। এখন কেন্দ্র সেটাই করতে শুরু করেছে।”
কিন্তু স্পেশাল স্টেট এর মর্যাদার প্রসঙ্গ তুললে রহস্যময় হাসি হেসে নীতিশ জানান – ” অপেক্ষা করুন, আপনারা ধীরে ধীরে সবকিছুই জানতে পারবেন”। নীতিশের এই শেষের বক্তব্যই রীতিমত জল্পনার ঝড় তুলে দিয়েছে বিহার সহ গোটা দেশের রাজনীতিতে। বর্তমানে দেশের ১১ টি রাজ্য বিশেষ রাজ্য বা স্পেশাল স্টেট এর সুবিধাভুক্ত। সেখানে বিহারকে কেন ১২ তম রাজ্য হিসেবে যোগ করা যাবে না, তা নিয়ে প্রশ্ন তিনি তুলতেই পারেন। যদিও স্পেশাল স্টেটের তকমা যে বিহার পাবে না, সেটা গত সোমবারেই জানিয়ে দেওয়া হয়েছিল। পরিবর্তে এক ঝাঁক বরাদ্দ রয়েছে বিহারের জন্য।
কিন্তু এদিকে শিবির পাল্টানো নিয়ে নীতিশের সুনাম বা বদনাম দীর্ঘদিনের। সামনেই বিহারের বিধানসভা ভোটও রয়েছে। ভোটের আগে নিজের কুর্সিতে অধিকার কায়েমের জন্য কি বড়সড়ো কোন চমক দেবেন নীতিশ? জাতীয় রাজনীতিতে প্রচলিত প্রবাদ, পাহাড়ের আবহাওয়া এবং বিহারের নীতিশ কুমারকে কখনও কেউ বুঝতে পারেনি।
সব পেয়েছির বাজেটে কোন অঙ্কে খুশি নন নীতিশ? সেই না জানা অঙ্কের সমীকরণ খুঁজছেন অনেকেই। হয়তো বা কেন্দ্রের বিজেপিও নীতিশের এই রহস্যময় উত্তরে কিছুটা হলেও চাপে পড়েছে, এমনটাই মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ।