আফগানিস্তান (Afghanistan) ক্রিকেটকে ধারাবাহিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সাহায্য করে আসছে। এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ডের সঙ্গে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলার জন্য প্রস্তুত আফগানিস্তান দল। ঘরের মাঠে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না আফগানিস্তান। যার জেরে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে আফগানিস্তান।
Ind vs Sl: ভারতের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে অধিনায়ক বদল করল শ্রীলঙ্কা
গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে আফগানিস্তান তাদের একমাত্র টেস্ট ম্যাচ খেলতে পারে। সেপ্টেম্বরে এই ম্যাচগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর টিম ইন্ডিয়ার সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। যা অক্টোবর ও নভেম্বর মাসে আয়োজন করা হতে পারে।
TEST CRICKET IN GREATER NOIDA…!!!! 🔥
– Afghanistan will host a Test match against New Zealand in Greater Noida in September. [Gaurav Gupta from TOI]#AFGvsNZ pic.twitter.com/U3xunXixAn
— chanchal sarkar (@cricxnews140982) July 23, 2024
East Bengal FC: মরসুম শুরু হওয়ার আগেই পরিকল্পনা জানিয়ে দিলেন কুয়াদ্রত!
মনে করা হচ্ছে, আফগানিস্তানকে ম্যাচ আয়োজনের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে বিসিসিআই। জুলাইয়ে বাংলাদেশের সঙ্গে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও সিরিজটি হয়নি আফগানিস্তানের। আফগানিস্তান ক্রিকেট দল এখনও পর্যন্ত মাত্র ৯টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে দলটি মাত্র ৩টি ম্যাচ জিতেছে এবং ৬টি ম্যাচে হেরেছে।