১০ লক্ষ টাকা ঋণ, বাজেটে পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা

সপ্তমবারের জন্য বাজেট (Union Budget 2024) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ছাত্র-ছাত্রীদের কথাও মাথায় রাখা হল এই বাজেটে। কারণ সমগ্র দেশ জুড়ে বেড়ে চলেছে বেসরকারি…

Union Budget 2024

সপ্তমবারের জন্য বাজেট (Union Budget 2024) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ছাত্র-ছাত্রীদের কথাও মাথায় রাখা হল এই বাজেটে। কারণ সমগ্র দেশ জুড়ে বেড়ে চলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সেই সকল প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ঝুঁকছেন ছাত্রছাত্রীরা। এই সকল প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে গেলে বিপুল অর্থের প্রয়োজন হয়। তাই ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার কথা বাজেটে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বাজেটে (Union Budget 2024) কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছাত্রছাত্রীদের শিক্ষাঋণ দেওয়ার পাশাপাশি সেই ঋণের সুদে ৩ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানান। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ছাড়াও, প্রযুক্তিগত শিক্ষার ওপরেই বেশি নজর দিচ্ছেন দেশের ছাত্রছাত্রীরা। তবে সেই সকল শিক্ষাক্ষেত্রে পড়তে গেলে আর্থিক সঙ্কটে পড়তে হচ্ছে অভিভাবকদের। সেই সময়ই তাদের প্রয়োজন শিক্ষাঋণের আর এই শিক্ষাঋণের দিকে নজর দিলেন কেন্দ্রীয় সরকার। যার কারণে উপকৃত হতে চলেছে বহু ছাত্রছাত্রী।

   

বেতনভুক কর্মীদের জন্য সুখবর, আয়কর কাঠামোয় বড় ছাড় নির্মলার

শিক্ষার পাশাপাশি চাকরির বিভিন্ন ক্ষেত্রের আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। যেখানে ৫০০ কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ থাকবে। ইন্টার্নশিপে মাসে ৫ হাজার টাকা করে পাবেন যুবক-যুবতীরা। চাকরি দিলেই নিয়োগকারী সংস্থাকে বিশেষ সুযোগ দেবে কেন্দ্র। PLI প্রকল্পে ২ বছরের PF কিস্তি মেটাবে কেন্দ্রই একথা জানিয়ে দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।