বাংলার মুখ উজ্জ্বল করলেন শুভশ্রী, মুম্বই থেকে আনলেন অ্যাওয়ার্ড

রবিবার সকালে কলকাতা বিবমবন্দরে দেখা যায় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে (Subhashree Ganguly)। জানা যায় তিনি কোনও কাজে মুম্বাইয়ের উদ্দেশ্যে পারি দিচ্ছেন। সম্প্রতি অভিনেত্রী তাঁর সোশাল মিডিয়াতে…

Subhashree Ganguly

রবিবার সকালে কলকাতা বিবমবন্দরে দেখা যায় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে (Subhashree Ganguly)। জানা যায় তিনি কোনও কাজে মুম্বাইয়ের উদ্দেশ্যে পারি দিচ্ছেন। সম্প্রতি অভিনেত্রী তাঁর সোশাল মিডিয়াতে জানিয়েছেন, কর্ম সূত্রে নয়, একটি পুরস্কার নিতেই মুম্বাই গিয়েছিলেন তিনি। একটি বেগুনি রঙের টপ, আকাশি জিন্স এবং ক্রিম রঙের জ্যাকেট পরে বিমানবন্দরে দেখা যায় অভিনেত্রীকে। খোলা চুলে এবং সানগ্লাস পরে ধরা দেন অভিনেত্রী। একজন অনুরাগীর অনুরোধে তাঁর সঙ্গে ছবিও তোলেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anandalok Magazine (@anandalok_abp)

মুম্বাইতে অনুষ্ঠিত হচ্ছিল নেক্সার অ্যাওয়ার্ড (Nexa Awards) অনুষ্ঠান। সেরা আঞ্চলিক অভিনেত্রীর পুরস্কারে সম্মানিত হন শুভশ্রী (Subhashree Ganguly)। দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ (Indubala Bhaater Hotel) এ বলিষ্ঠ অভিনয় করে এই সম্মান জিতে নেন তিনি। কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে তৈরী হওয়া এই ওয়েব সিরিজটি মুক্তি পায় হইচই (Hoichoi) প্ল্যাটফর্মে। যুবতী বিধবা হোক বা বয়স্কার ভূমিকা, সব কিছুতেই তাক লাগিয়ে দেন শুভশ্রী।

দীর্ঘ ৫৫ বছর পর, বাংলায় আবার ‘পরিণীতা’, প্রধান চরিত্রে গৌরব-দেবচন্দ্রিমা

মুম্বাইতে নেক্সা পুরস্কার (Nexa Awards) জেতার মুহূর্তটি সোশাল মিডিয়াতে শেয়ার করেছেন শুভশ্রী (Subhashree Ganguly)। অনুষ্ঠান তাঁকে পড়তে দেখা যায় লাল শাড়ি। পুরস্কার পেয়ে তিনি ধন্যবাদ জানান লেখক কল্লোল, পরিচালক দেবালয় থেকে শুরু করে ইন্দুবালার পুরো টিমকে। এদিন একুশে জুলাইয়ের কর্মসূচিতে ব্যস্ত থাকায় স্ত্রীয়ের সঙ্গে যেতে পারেননি রাজ। তিনি থেকে গেলেন কলকাতায়।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

২০১৯ থেকে রাজ চক্রবর্তীর পরিচালনায় অভিনয়ের দ্বিতীয় ইনিংস শুরু করেন শুভশ্রী। এর পর থেকেই ভিন্ন ধারার ছবিতে অভিনয় করা শুরু করেন শুভশ্রী। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’, ‘বিসমিল্লাহ’ প্রমুখ ছবিতে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছেন শুভশ্রী। এই বছর ১৫ আগস্ট মুক্তি পেতে চলেছে বুদ্ধদেব গুহর কাহিনী অবলম্বনে ‘বাবলি’ চলচ্চিত্র পরিচালনা করছেন রাজ চক্রবর্তী । ছবিতে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলী, আবির চট্টোপাধ্যায় এবং শৌরসেনী মৈত্র । এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলী এবং আবির চট্টোপাধ্যায়কে।