সেনা বাহিনীর হাজার চেষ্টা সত্ত্বেও উপত্যকায় জঙ্গিহানা (Rajouri Attack) কমছে না। ফের একবার সেনা ছাউনির ওপর আক্রমণ চালাল জঙ্গিরা। সোমবার সকালে রাজৌরিতে ভারতীয় সেনা ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। যদিও পাল্টা জবাব দেয় বাহিনী। আপাতত দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে। তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা।
প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল সুনীল বারতওয়াল বলেন, রাজৌরি থেকে দূরে একটি প্রত্যন্ত গ্রামে সেনা চৌকিতে জঙ্গিদের একটি বিশাল আক্রমণ ব্লুপ্রিন্ট ব্যর্থ করেছে সেনাবাহিনী। সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি এখনও চলছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। গুন্ধা খাওয়াস এলাকার এই হামলায় এখনও পর্যন্ত একজন সেনা জখম হয়েছেন।
জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের নির্মূল করতে লাগাতার অভিযান চালানো হচ্ছে। গত কয়েক মাসে কেন্দ্রশাসিত অঞ্চলটি বেশ কয়েকটি বড় হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী যেমন প্রচুর জঙ্গিকে নিকেশ করেছে, ঠিক তেমনই অনেক জওয়ানও দু’পক্ষের সংঘর্ষে শহিদ হয়েছেন। ১৫ জুলাই ডোডা এনকাউন্টারে একজন অফিসার সহ চার জওয়ান শহিদ হন।
জ্বালানি তেলের দামে স্বস্তি! মাত্র ৮২ টাকায় মিলছে এক লিটার পেট্রোল
জম্মু এলাকায় লাগাতার জঙ্গিহানার ঘটনার জেরে ভারতীয় সেনা বাহিনী সেনার সংখ্যা বাড়িয়েছে। ওই এলাকায় ৩ থেকে ৪ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বাহিনী। সূত্রের খবর, জম্মু অঞ্চলে ৪০ জন জঙ্গি লুকিয়ে। মূলত রেসি, ডোডা, কাঠুয়া, ভাদেরওয়াহ এবং উধমপুরে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। প্রসঙ্গত, গত ৩২ মাসে ৪৮ জন সেনা শহিদ হয়েছেন জম্মু-কাশ্মীরে।