টলিপাড়ায় কান পাতলেই এখন বিবাহবিচ্ছেদের খবর! এই কিছুদিন আগেই খবর রটেছিল যে যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার মধ্যে নাকি তৈরি হয়েছে দূরত্ব, তাঁদের বিবাহ বিচ্ছেদের খবর অগণিত বাংলা সিনেমাপ্রেমী মানুষদের দুঃখ দিয়েছিল। সেই আহবে আরও এক জুটির বিবাহ বিচ্ছেদের জল্পনা সামনে এল। অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর পরিবারের অন্দরমহলের সমীকরণ নিয়ে উঠছে প্রশ্ন। তাঁর ছোট ছেলে অভিনেতা অর্জুন চক্রবর্তী ও শ্রীজা সেনের মধ্যে নাকি বাড়ছে দূরত্ব। শনিবার রাতারাতি রটে যায় এমনই খবর।
৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে মার্কিন মুলুকে গিয়েছিলেন অর্জুন। সেখানে ‘মোস্ট ভার্সেটাইল’ অভিনেতার পুরস্কার পান সব্যসাচীপুত্র। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত থেকে গ্রহণ করেন পুরস্কার। রটনা, এনএবিসি থেকে ফেরার পরই অর্জুন-সৃজার সম্পর্কে তিক্ততা। এমনকী, সৃজার ইনস্টাগ্রাম প্রোফাইলে সাম্প্রতিক অতীতে অর্জুনের কোনও ছবিই দেখা যাচ্ছিল না।
View this post on Instagram
বিচ্ছেদের জল্পনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদমাধ্যমকে সব্যসাচীপুত্র জানান, তিনি ও সৃজা একসঙ্গেই রয়েছেন। এমন খবর কারা রটাচ্ছে তা একেবারেই জানেন না। যা রটছে তা ভুল বলেও দাবি করেন অর্জুন। কিন্তু সৃজার ইনস্টাগ্রামে তাঁর ছবি নেই কেন? এই প্রশ্নে অর্জুনের জবাব, ব্যক্তিগত কারণেই ইনস্টাগ্রাম থেকে ছবিগুলো মুছে ফেলেছেন সৃজা। তবে এই ঘটনা সামনে আসার পরেই অর্জুন একটি ছবি পোস্ট সৃজাকে ট্যাগ করেন। আর এতেই আরও বেড়েছে জল্পনা।
তাঁদের ঘনিষ্ঠ মাধ্যম সূত্রে খবর তাঁদের মধ্যে নাকি এক তৃতীয় ব্যক্তির কারণেই এই দূরত্ব। রবিবার সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে ছুটি কাটানোর একটি ছবি পোস্ট করে তিনি লিখলেন, ‘এই বছরের শুরুর দিকে রৌদ্রোজ্জ্বল গ্রীনিচের বাইরে, যখন আমরা গ্রীষ্মের সবচেয়ে স্মরণীয় ছুটি কাটিয়েছি। খোলা জায়গার সৌন্দর্য এবং প্রকৃতির প্রশান্তি সত্যিই দারুণ।’