১৫ জুলাই সাত পাকে বাঁধা পড়েন গায়ক শোভন গাঙ্গুলী (Shovan Ganguly) ও অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। দক্ষিণ ২৪ পরগনার একটি খামারবাড়িতে আয়োজিত হয়েছিল বিয়ের আসর। এরপর ১৭ জুলাই অনুষ্ঠিত হয় ঘরোয়া বৌভাতের অনুষ্ঠান। বিয়ে এবং বৌভাতের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন দম্পতি। শুক্রবার গায়ে হলুদের ছবি প্রকাশ্যে আনলেন শোভন।
শুক্রবার সোশাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করেছেন শোভন (Shovan Ganguly)। ছবিটি তাঁদের গায়ে হলুদের অনুষ্ঠানের (haldi ceremony)। লাল পার সাদা শাড়ি পরে আছেন সোহিনী (Sohini Sarkar)। তারসঙ্গে পড়েছেন লাল ব্লাউস। শোভন পরে আছেন লাল পাঞ্জাবি। তাঁর গলায় রয়েছে গাঁদা ফুলের মেলা। ছবিতে জলে ভিজতে দেখা যাচ্ছে দুজনকে। ছবির ক্যাপশনে শোভন লিখেছিলেন, “নতুনের মতো যেনো কেউ। “
View this post on Instagram
শোভনের (Shovan Ganguly) সঙ্গে প্রথম দেখার প্রথম বার্ষিকীতে তাঁর সঙ্গে আইনি বিয়ে সারলেন সোহিনী সরকার (Sohini Sarkar) । দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি ফার্মহাউসে আয়োজিত হয়েছিল তাঁদের বিবাহের অনুষ্ঠান। আমন্ত্রীত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে গায়ে হলুদের একটি ভিডিয়ো। সেই ভিডিওতে বাওয়ালি ফার্মহাউজের মধ্যে দিয়ে হাসি মুখে হেঁটে যেতে দেখা যাচ্ছে সোহিনী ও শোভনকে।
View this post on Instagram
সোহিনী (Sohini Sarkar) ও শোভনের (Shovan Ganguly) বিয়েতে আমন্ত্রীত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। অনুষ্ঠানের ছবি সোশাল মিডিয়াতে শেয়ার করেছেন সোহিনী । ছবির ক্যাপশনে সোহিনী লিখেছিলেন, “দেখা হওয়ার এক বছরে, একই সাথে একই ঘরে।” জুলাইয়ের ১৭ তারিখ শোভনের বেলুড়ের বাড়িতে অনুষ্ঠিত হয় ঘরোয়া বৌ ভাতের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের ছবি সোশাল মিডিয়াতে শেয়ার করেছেন সোহিনী । ছবিগুলি শেয়ার করে, ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, “আগলে রাখবো। যত্নে থাকবো।” বিয়ের দিন সন্ধেবেলায় সহকর্মীদের জন্য একটি বিলাসবহুল হোটেলে রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন সোনাক্ষী। অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে যে শীতকালে তাঁদের সহকর্মীদের জন্য রিসেপশনের আয়োজন করবেন সোহিনী ও শোভন।
টি-সিরিজ পরিবারে বড় অঘটন, চলে গেলেন পরিবারের কনিষ্ঠতম সদস্য!
গত বছর বর্ষার মরসুমে যিশু সেনগুপ্তর আয়োজিত একটি অনুষ্ঠানে আলাপ হয় অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গাঙ্গুলির । এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয় জল্পনা। তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে দেখা যায়নি সোহিনী বা শোভনকে। বেড়াতে গেলেও, একসঙ্গে ছবি দেননি তারা। তবে সোশাল মিডিয়াতে বন্ধুদের সঙ্গে তোলা বহু ছবিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। প্রথম দেখার বছর খানেকের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তাঁদের বিবাহ জীবন সুখের হোক এই কামনাই করছেন দুজনের অনুরাগীরা।