ফের একগুচ্ছ ট্রেন বাতিলের নোটিস দিল পূর্ব রেল। আগামী ২০ ও ২১ (শনি ও রবিবার) জুলাই শিয়ালদহ মেন শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। ফলে আবারও যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
এর আগে (চলতি বছরের মে-জুন মাস) শিয়ালদহের ১-৫ নং স্টেশন বড় করার কাজের জন্য প্রায় ২০ দিন শিয়ালদহ শাখার গুচ্ছ গুচ্চ লোকাল ট্রেন বাতিল ছিল। বেশ কয়েকটির রুট সংক্ষিপ্ত করা হয়েছিল। আর তাতেই সমস্যা চরমে পৌঁছায়। চরম হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। নাজেহাল যাত্রীরা রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। সেই যন্ত্রণার ছবি ফের ফিরতে চলেছে আসন্ন শনিও রবিবার। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস রয়েছে। ট্রেনে করে বহু তৃণমূল কর্মী, সমর্থক কলকাতায় আসবেন শহিদ তর্পণে। কিন্তু, রবিবারই ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
২০ জুলাই (শনিবার) কোন কোন লোকাল ট্রেন বাতিল?
– নৈহাটি-ব্যান্ডেল: UP 37557/ DN 37558
– শিয়ালদহ–শান্তিপুর: UP 31541/ DN 31540
– শিয়ালদহ–রানাঘাট: UP 31631/ DN 31636
– কল্যাণী–সীমান্ত: DN 31192
২১ জুলাই (রবিবার) লোকাল ট্রেন বাতিলের তালিকা
– নৈহাটি-ব্যান্ডেল: UP 37521, 37523, 37525, 37527/ DN 37522, 37524, 37526, 37528
– শিয়ালদহ–কৃষ্ণনগর: UP 31811, 31813 / DN 31812, 31814
– শিয়ালদহ–শান্তিপুর: UP 31511, 31513 / DN 31514, 31516
– শিয়ালদহ–রানাঘাট: UP 31611 / DN 31614
নৈহাটি- কল্যাণী সীমান্ত: UP 31191
শিয়ালদহ–কল্যাণী: UP 31311, 31313 / DN 31314, 31316
রানাঘাট–নৈহাটি: UP 31711 / DN 31712
সংক্ষিপ্ত রুট
২০ জুলাই 31341 শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকালের শেষ স্টেশন কল্যাণী সীমান্তের বদলে নৈহাটি স্টেশন হবে।
২১ জুলাই রবিবার 31312 কল্যাণী সীমান্ত–শিয়ালদহ লোকাল কল্যাণী সীমান্ত স্টেশনের বদলে ছাড়বে নৈহাটি থেকে।