বেতন বৃদ্ধির দাবিতে এবার বিক্ষোভ দেখাতে শুরু করলেন পুলিশ আধিকারিকরা। কিন্তু সবথেকে করুণ বিষয় হল, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করল পুলিশই। হ্যাঁ ঠিকই শুনেছেন। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে।
আজ শুক্রবার দুপুর থেকেই বেতন বৃদ্ধি ও নিয়মিতকরণের দাবিতে রাঁচিতে বিক্ষোভ দেখান সহকারী পুলিশ কর্মীরা। এদিকে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। আজ শুক্রবার রাজধানীতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্পেশাল পুলিশ অফিসাররা। এদিকে, মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তায় থাকা পুলিশকর্মীরা তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন।
বস্তুত, যে যুবক-যুবতীরা চুক্তিভিত্তিক এসপিও-র চাকরি পান, তাঁদের মুখ্যমন্ত্রীর কাছে অনেক রকমের দাবি ছিল। এসব দাবির মধ্যে অন্যতম হলো চাকরি নিশ্চিত করা ও বেতন বাড়ানো। সামাজিক মাধ্যমে বিক্ষোভ ও লাঠিচার্জের একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে। যেখানে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে জড়ো হতে দেখা যায় বিক্ষোভকারীদের।
বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন, কিন্তু একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছনোর জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তায় থাকা নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করেন। তবে লাঠিচার্জের সময় কয়েকজন বিক্ষোভকারী পুলিশের পাশাপাশি তাদের লাঠিচার্জ ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।
#WATCH | Jharkhand: Assistant police personnel held a protest in Ranchi demanding salary hikes and regularization.
Police resort to lathi-charge to disperse them. pic.twitter.com/xCYEtpiH3t
— ANI (@ANI) July 19, 2024