দিল্লির বড়া পাও বিক্রেতা চন্দ্রিকা আগেই ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর দোকানের সামনে লম্বা লাইন দিয়ে বড়া পাও খেতে দেখেছে নেট দুনিয়া। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার্স প্রায় ৪ লক্ষ। এবার নেট দুনিয়ার নতুন সেনসেশন মোমোস গার্ল (Momo’s Girl)। তাঁর সহজ সরল ভাবভঙ্গি ইতিমধ্যেই মন চুরি করেছে লক্ষাধিক ফলোয়ারের। ইদানিং ফুড ব্লগারদের তাড়নায় বিখ্যাত হয়েছেন এরকম বহু খাবার ব্যবসায়ী। চন্দ্রিকার পর এবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন দিল্লি মোমোস গার্ল (Momo’s Girl)। বিশেষ করে দিল্লির চন্দ্রিকা কিংবা কলকাতার নন্দিনী দিদি। যাদেরকে পরবর্তীতে দেখা গিয়েছে একাধিক টিভি রিয়্যালিটি শো’তে। এবার মোমোস গার্ল সেই দিকে যান কিনা সেটা সময়ই বলবে।
Urvashi Rautela: স্নানঘরে উর্বশীর পোশাক বদলানোর দৃশ্য! তারপর…
তবে মোমোস গার্লের আচরণ বিশেষ করে তাঁর নম্র কথা মন জিতেছে নেট দুনিয়ার।
ek “ hanji… hanji” bolne wali m bhi deserve krta hu 🙂🙂!! pic.twitter.com/T6hew3ot2b
— Deepak Phogat (@deepakphogat30) July 10, 2024
লক্ষ্মীবারে লক্ষ্মী এল ঘরে, হাসি ফুটলো আলী-রিচার পরিবারে
ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ @deepakphogat30 নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ৪ লাখের বেশি মানুষ দেখেছেন এবং লাইক করেছেন ৪ হাজারেরও বেশি মানুষ। একই সঙ্গে অনেকেই ভিডিওটিতে মন্তব্য করে নিজ নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন।