AMC Election: কোভিড বিধি শিকেয় তুলে দিলীপ ঘোষের প্রচার রুখল পুলিশ

দলের রাজ্যসভাপতি সুকান্ত মজমুদার করোনায় আক্রান্ত। হু হু করে ছড়াচ্ছে কোভিড। এসব উড়িয়েই পশ্চিম বর্ধমানের আসানসোল পুরনিগম ভোটের (AMC Election) প্রচারে বিজেপি (BJP) সাংসদ ও…

AMC Election: কোভিড বিধি শিকেয় তুলে দিলীপ ঘোষের প্রচার রুখল পুলিশ

দলের রাজ্যসভাপতি সুকান্ত মজমুদার করোনায় আক্রান্ত। হু হু করে ছড়াচ্ছে কোভিড। এসব উড়িয়েই পশ্চিম বর্ধমানের আসানসোল পুরনিগম ভোটের (AMC Election) প্রচারে বিজেপি (BJP) সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিতর্কে জড়ালেন।

সরকারি পরিসংখ্যানে এসেছে, কলকাতা ও বাকি তিনজেলায় করোনা সংক্রমণ সর্বাধিক। সেই তালিকায় আছে পশ্চিম বর্ধমান। সেখানেই কোভিড বিধি শিকেয় তুলে পুরনিগম ভোট প্রচার করেছেন দিলীপবাবু। তাঁর এমন ভূমিকায় চিকিৎসক ও বিশেষজ্ঞরা ক্ষুব্ধ।

সোমবার দিলীপ ঘোষের ভোট প্রচার নিয়ে সরগরম পরিস্থিতি হয় আসানসোলে। করোনা বিধিভঙ্গ করে প্রচারের অভিযোগে সেই মিছিল রুখে দেয় পুলিশ। এর দেরে পুলিশের সঙ্গে বচসা হয় বিজেপি কর্মী ও সমর্থকদের।

AMC Election: কোভিড বিধি শিকেয় তুলে দিলীপ ঘোষের প্রচার রুখল পুলিশ

দিলীপবাবু এদিন প্রচার করেন আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে। তিনি ফেসবুকে ফলাও করে লিখেছেন,”কোভিডকে উপেক্ষা করেও মানুষ বিজেপিকে আশীর্বাদ করার জন্য আজ রাস্তায় নেমেছিলেন। ধন্যবাদ জানাই আসানসোলের বাসিন্দাদের। পরিবর্তনের লড়াইয়ে সামিল হওয়ার জন্য।”

Advertisements

পড়ুন: Sukanta Mamata: করোনায় আক্রান্ত সুকান্তকে ‘সৌজন্য’ ফোন মুখ্যমন্ত্রীর

আসানসোল পুরনিগম সহ পুরো পশ্চিম বর্ধমান জেলা রাজ্যে অন্যতম কোভিড সংক্রমিত এলাকা। সেখানে জনসমাগম করে প্রচার চালিয়ে বিতর্কের মুখে দিলীপ ঘোষ।

জেলা বিজেপির দাবি, শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রচার চলছে। বামফ্রন্ট প্রচার করছে। বিজেপির প্রচারে কেন এত বাধা। অভিযোগের জবাবে টিএমসি ও সিপিআইএম জানিয়েছে, কোভিড বিধি মেনে প্রচার চলছে। দিলীপ ঘোষের মতো কোভিড বিধি ভাঙা হয়নি।