প্লাতা ও পদ্মা ফের একাকার। সুদূর দক্ষিণ গোলার্ধের দেশ আর্জেন্টিনার কোপা কাপ জয়ে প্নাতা নদীর তীরে যেমন রুপোলি আলোয় নীল-সাদা পতাকার ঢেউ উঠেছে, তেমনই পদ্মাপারের বাংলাদেশে (Bangladesh) বইছে নীল-সাদা আবেগ।
ভামোস…ভামোস…। কোপা আমেরিকা কাপের ফাইনালে শেষ বাঁশি বাজার সেকেন্ডের ভগ্নাংশেই বদলে গেল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি তুলে বিক্ষোভকারীদে চোখ মুখের ভাষা। আর্জেন্টিনার প্রতি বুকভরা ভালোবাসার ‘ভামোস’ বার্তা ফের একবার বিশ্বকে জানিয়ে দিলেন বাংলাদেশিরা।
সরকারি চাকরিতে কোটা বিতর্কে গরম বাংলাদেশ। চলছে তীব্র পড়ুয়া বিক্ষোভ। বিক্ষোভ সামাল দিতে সরকারে থাকা দল আওয়ামী লীগের শাখা সংগঠন ছাত্র লীগ নেমেছে। দুপক্ষের অবস্থানে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন ছিল গরম। তবে সকাল হতেই দুপক্ষের নজরে কোপা ফাইনাল। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহতেও বাঁধভাঙা উচ্ছাস। বিশ্ববিদ্যালয়গুলির পড়ুয়ারা সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ ও কোটা সংস্কারের দাবি সাময়িক ভুলে মেতে গেছেন আর্জেন্টিনার জয়ে।
রাজধানী মহানগরী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে সদরঘাটের বিশাল বিশাল যাত্রীবাহী লঞ্চের সারেংরা ভেঁপু বাজিয়ে আর্জেন্টিনার কোপা জয়ের অভিনন্দন জানালেন। সিট নিয়ে ঝগড়া করে ক্নান্ত যাত্রীরা পরস্পরকে জাপটে ধরছেন। বিশ্বে আর্জেন্টিনার এতবড় সমর্থক দেশ আর নেই। প্রতিটি বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা কাপে আর্জেন্টিনার সমর্থনে উচ্ছসিত হন বাংলাদেশিরা। এই ছবি বিশ্ব ফুটবলের দুনিয়ায় চমক তৈরি করে। আর আর্জেন্টিনা জুড়ে থাকে বাংলাদেশিদের উল্লাস।