কলকাতা: ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজভবনের সামনে ধর্না শুরু করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিকে এই ধর্না মঞ্চে বেলা বাড়তেই হাজির হলেন একের পর এক বিধায়ক, নেতা। বাদ গেলেন না লোকসভা ভোটে ‘হেরো’ প্রার্থী অর্জুন সিং (Arjun Singh)-ও। এই ধর্নামঞ্চ থেকে লোকসভা ভোট, বিধানসভা উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বিরাট প্রশ্ন তুললেন অর্জুন।
তিনি বললেন, ‘তৃণমূলকে হটাতে গণ আন্দোলন করতে হবে। লাল বাজার থেকে টাকা নিয়ে মানিকতলায় ভোট করেছে আধা সেনা। তৃণমূল চোর, ডাকাত, লুটেরার দল।’
রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীর ধর্নাকে ঘিরে তীব্র জলঘোলা হয়েছে। তবে অবশেষে আজ ১৪ জুলাই থেকে রাজভবনের সামনে ধর্নায় বসলেন শুভেন্দু। মূলত ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে আজ থেকে ধর্নায় বসেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এই ধর্নামঞ্চে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরাও সামিল হয়েছেন।
গতকাল শনিবার শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আমি রাজভবনের বাইরে ভোট পরবর্তী হিংসার শিকার ব্যক্তিদের সঙ্গে ধর্নায় বসব। মাননীয় কলকাতা হাইকোর্ট অংশগ্রহণকারীর সংখ্যা বেঁধে দিয়েছে, যা ৩০০ এর বেশি হওয়া উচিত নয়। তাই ভোট পরবর্তী হিংসার শিকার বিপুল সংখ্যক মানুষ ধর্না সভাস্থলে আসতে পারবেন না। আমি আশা করি এবং আশা করি তারা তাদের শুভকামনা জানাবেন এবং আমরা গণতান্ত্রিক আদর্শকে শ্রদ্ধা করে এমন প্রত্যেকের সমর্থনও পাব।’
As per Hon’ble Calcutta High Court’s Order, tomorrow I will be sitting on a Dharna outside the Raj Bhavan along with Victims of Post Poll Violence.
Hon’ble Calcutta High Court has confined the number of participants, which must not exceed 300. So a large number of Post Poll… pic.twitter.com/xRNwknbfn7— Suvendu Adhikari (@SuvenduWB) July 13, 2024