নির্বাচনের আবহে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) হত্যার চেষ্টা করা হল। ভরা সভায় বক্তৃতা দেওয়ার সময়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। যদিও গুলি তাঁর একদম কান ছুঁয়ে বেরিয়ে যায়। এদিকে এই ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
‘বন্ধু’ ট্রাম্পের ওপর হামলার ঘটনায় চমকে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীও। পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। এখন অনেক বড় নেতা এই ঘটনায় তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীও এই ঘটনা সম্পর্কে তার মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘আমার বন্ধু, প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। নিহতদের পরিবার, আহত ও আমেরিকান জনগণের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি।’
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর আপাত হত্যার চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এই ধরনের কাজের কঠোর ভাষায় নিন্দা করা উচিত। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে হত্যার চেষ্টার সময় ট্রাম্পের কানে গুলি লাগে। রাহুল বলেন, ‘প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রাপ্য। ‘
শেষ পাওয়া খবর অনুযায়ী, হামলার সময় ট্রাম্পকে লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়া হয়। এরপরই তাঁকে অনুষ্ঠানস্থলের বাইরে নিয়ে যাওয়া হয়। ট্রাম্পকে গুলি করার সঙ্গে সঙ্গে মার্কিন পুলিশও তৎপর হয়ে ওঠে, হামলায় সন্দেহভাজন বন্দুকধারীসহ দু’জন নিহত হন।
Deeply concerned by the attack on my friend, former President Donald Trump. Strongly condemn the incident. Violence has no place in politics and democracies. Wish him speedy recovery.
Our thoughts and prayers are with the family of the deceased, those injured and the American…
— Narendra Modi (@narendramodi) July 14, 2024