বিধানসভা উপনির্বাচনে কার্যত একের পর এক রাজ্যে মুখ থুবড়ে পড়ল বিজেপি। অন্যদিকে অন্যান্য দলগুলি রেকর্ড জয়ের সম্মুখীন হল। যেমন বদ্রীনাথে বিজেপি নয়, জিতল কংগ্রেস (Congress)।
উত্তরাখণ্ড বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে কংগ্রেস। বদ্রীনাথে শক্তি দেখিয়েছে কংগ্রেস। গত ১০ জুলাই উত্তরাখণ্ডের দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়, যার ফলাফল আজ বেরোল। চামোলি বদ্রীনাথ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের লখপত বুটোলা ৫,২২৪ ভোটে জয়ী হয়েছেন।
বুটোলা কংগ্রেসের নতুন প্রার্থী ছিলেন, অন্যদিকে বদ্রীনাথের প্রাক্তন বিধায়ক রাজেন্দ্র ভান্ডারী লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়ার জন্য কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন, যার কারণে আসনটি শূন্য হয়েছিল। বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের জয়ের পর সর্বত্র দলীয় কর্মীদের মধ্যে উৎসাহের পরিবেশ বিরাজ করছে। দলীয় কর্মীরা অকাল হোলিতে মেতে ওঠেন।
অনেক জায়গায় ঢাকের তালে তালে নাচতে দেখা গেছে কর্মীদের। উপনির্বাচনের ফলাফল প্রসঙ্গে উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত বলেন, ‘বিজেপি যেভাবে ম্যাঙ্গালোর আসনে বুথ দখল ও গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছিল, মানুষ তার যোগ্য জবাব দেওয়ার জন্য কাজ করেছে।’ উপনির্বাচনে বদ্রীনাথ বিধানসভা আসন থেকে জয়ের পর কংগ্রেস প্রার্থী লাখাপত সিং বুটোলা বলেন, “আমি বদ্রীনাথের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। এই কৃতিত্ব তাঁদের, যাঁরা ন্যায়বিচারের জন্য এই লড়াইয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাকে সমর্থন করেছেন।”
শনিবার উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে আজ সকাল ৮টা থেকে। উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও ম্যাঙ্গালোর বিধানসভা উপনির্বাচনের প্রাথমিক গণনায় কংগ্রেস প্রার্থীরা দুটি আসনেই এগিয়ে ছিলেন। ম্যাঙ্গালোরে তৃতীয় দফার ভোটে বিএসপির উবায়দুর রহমানের থেকে এগিয়ে ছিলেন কংগ্রেসের কাজী নিজামুদ্দিন। ম্যাঙ্গালোরে তৃতীয় স্থানে শেষ করেছেন বিজেপির কর্তার সিং ভাদানা। নিজামুদ্দিন এর আগে তিনবার এই আসন থেকে জিতেছেন।
#WATCH | Chamoli, Uttarakhand: Party workers celebrate as Congress candidate Lakhapat Singh Butola leads from Badrinath Assembly seat in the by-elections. pic.twitter.com/PwUqkITC86
— ANI (@ANI) July 13, 2024