অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্টের বিয়েতে খাবার সরবরাহের দায়িত্বে বেঙ্গালুরুর বিখ্যাত রামেশ্বরম ক্যাফে (Rameshwaram Cafe)। মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ের (Rameshwaram Cafe) আসর বসবে।
ক্যাফের তরফে হিন্দুস্তান টাইমসকে জানানো হয়েছে, তারা হাই-টি এবং ডিনার পরিবেশন করবে। হাই-টিতে কী থাকবে, তাও জানিয়েছে রামেশ্বরম ক্যাফে। নারকেল পুরান পোলি, পেসারাত্তু দোসা, থাট্টে ইডলি, বোন্ডা স্যুপ এবং আরও অনেক কিছু রয়েছে হাই-টিতে। এছাড়া পানীয় হিসেবে পরিবেশন করবে ফিল্টার কফি।
বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে ইনস্টাগ্রামে জানিয়েছে, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে তারা রকমারি ভারতীয় খাবার পরিবেশন করেছিল। ক্যাফের সহ-প্রতিষ্ঠাতা রাঘবেন্দ্র রাও হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ৮ জুলাই অ্যান্টিলিয়ায় গায়ে হলুদের জন্য ক্যাফের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয়েছিল।
Anant Ambani Wedding: অনন্তের বিয়েতে কত টাকা খরচ করল আম্বানি পরিবার? জানুন চাঞ্চল্যকর তথ্য!
আম্বানি-পুত্রের বিয়েতে আরও বেশ কয়েকটি সংস্থার খাবারের স্টল থাকবে। উদাহরণস্বরূপ, বেঙ্গালুরুর অন্যতম মেক্সিকান রেস্তরাঁ, চিনিতা রিয়েল মেক্সিকান ফুড তাদের ইনস্টাগ্রামে আম্বানির প্রাক-বিবাহের অনুষ্ঠানে খাবার পরিবেশনের বিষয়টি নিশ্চিত করেছে। রেস্তরাঁর তরফে একটি পোস্টে লেখা হয়েছে, ‘অ্যান্টিলিয়ায় আম্বানির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিল চিনিতা।
এদিন মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্টের বিয়ের আসর বসবে। বহু-প্রতীক্ষিত এই বিয়েতে উপস্থিত থাকবেন বলিউড তারকা, বিশ্বের তাবড় রাজনীতিবিদ, টেক-জায়ান্টগুলির সিইও এবং বিখ্যাত মার্কিন রিয়েলিটি শো-র সেলিব্রিটিরা।
Kanchan Sreemoyee: হানিমুন থেকে ফিরে অসুস্থ কাঞ্চন, খবর শুনেই ছুটে এলেন শাশুড়ি!
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জন্য দুটি প্রি-ওয়েডিং ইভেন্টের আয়োজন করেছিল আম্বানি পরিবার। প্রথম অনুষ্ঠানটি গুজরাতের জামনগরে আয়োজিত হয়েছিল। রিহানার অবিশ্বাস্য পারফরম্যান্সের পাশাপাশি বিল গেটস এবং মার্ক জুকারবার্গের মতো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেখানে। দ্বিতীয় প্রাক-বিবাহ উদযাপিত হয়েছিল ইউরোপের ক্রুজে।