আগামী ১৭ জুলাই সমগ্র ভারতে ছুটি ঘোষণা, বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস

সকলের জন্য রইল দারুণ সুখবর। আগামী ১৭ জুলাই সমগ্র দেশে ছুটি (Public Holiday) থাকতে চলেছে। এদিন স্কুল, কলেজ, সরকারি অফিস সব বন্ধ থাকবে দেশে। এখন…

Bengal DA Row: Rising Concerns Over Dual Allowance Rates for State Government Staff

সকলের জন্য রইল দারুণ সুখবর। আগামী ১৭ জুলাই সমগ্র দেশে ছুটি (Public Holiday) থাকতে চলেছে। এদিন স্কুল, কলেজ, সরকারি অফিস সব বন্ধ থাকবে দেশে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কেন এই ছুটি? তাহলে জেনে নিন ঝটপট।

এ বছর ১৭ জুলাই সারা দেশে মহরম পালিত হবে। এদিন সারা দেশে ছুটি থাকবে। সরকারি-বেসরকারি অফিস খুলবে না। সরকারি ছুটির জায়গায় ছুটির দিনে কাজ না করার নির্দেশ রয়েছে। মূলত কারবালার শহীদদের প্রতি শোক জানাতে মহরম উদযাপিত হয়। এই দিনে শিয়া সম্প্রদায়ের লোকেরা কালো পোশাক পরে রাস্তায় বের হন এবং শোভাযাত্রায় অংশ নেন।

   

মহরমের দশম দিনে আশুরা পালিত হয়। ইসলামিক বছরের সবচেয়ে পুণ্য দিনের মধ্যে অন্যতম হল আশুরা। এই দিনে কারবালার যুদ্ধে ইমাম হুসেন শহীদ হয়েছিলেন। হজরত মহম্মদের আত্মীয় ছিলেন হুসেন। জানা গিয়েছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, আসাম, ছত্তিশগড়, গোয়া, হরিয়ানা, কেরালা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, পুদুচেরি, পাঞ্জাব, সিকিম, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউতে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে সরকারের পক্ষ থেকে এখনো তা ঘোষণা করা হয়নি।

Advertisements

একই সঙ্গে ব্যাংকগুলোতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জুলাই মাসে ৩১ দিনের মধ্যে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। দ্বিতীয় ও চতুর্থ শনিবারের পাশাপাশি রবিবারও ছুটি রয়েছে। দেখে নিন জুলাই মাসে কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি।
১৩ জুলাই, ২০২৪: দ্বিতীয় শনিবার।
১৪ জুলাই, ২০২৪: রবিবার ছুটি।
১৬ জুলাই, ২০২৪: হেরেলা উপলক্ষে উত্তরাখণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৭ জুলাই ২০২৪: মহরম/আশুরা
২১ জুলাই, ২০২৪: রবিবার বন্ধ।
২৭ জুলাই, ২০২৪: চতুর্থ শনিবার ছুটি।
২৮ জুলাই, ২০২৪: রবিবার ছুটি।