আর মাত্র কিছুক্ষণ, তারপরেই ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি (Rainfall)। বৃহস্পতিবার সন্ধ্যায় বুলেটিন জারি করে এমনই জানালো আইএমডি। বাংলা সহ বহু রাজ্যে ঝেঁপে বৃষ্টি নামতে পারে বলে খবর।
আইএমডি জানিয়েছে, আকাশে ইতিমধ্যে কালো মেঘ ঘনাতে শুরু করে দিয়েছে। আগামী ৩ ঘন্টার মধ্যে মধ্যপ্রদেশ, দক্ষিণ-পশ্চিম ও পূর্ব উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, উত্তর ছত্তিশগড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বইবে ঝোড়ো হাওয়াও।
এছাড়া পূর্ব ও উত্তর রাজস্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি আরও জানাচ্ছে, কোঙ্কন ও গোয়া (মুম্বই সহ), দক্ষিণ হরিয়ানা, পূর্ব উত্তরাখণ্ড, সৌরাষ্ট্র ও কচ্ছ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ভ্রূকুটি রয়েছে।
জম্মুর কিছু অংশ, দক্ষিণ পাঞ্জাব, গুজরাট অঞ্চল, উত্তর মধ্য মহারাষ্ট্র, বিদর্ভ, তেলেঙ্গানা, দক্ষিণ ছত্তিশগড়, দক্ষিণ ওড়িশা, সিকিম, অরুণাচল প্রদেশ, পশ্চিম আসাম, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকাল, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক এবং লাক্ষাদ্বীপে আগামী ৩ ঘণ্টার মধ্যে কাঁপানো ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হল।
এদিকে কলকাতার কিছু অংশে বৃষ্টি শুরু হয়েছে। আগামী কিছু ঘণ্টার মধ্যে আরও বৃষ্টি হবে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।
southwest & east Uttar Pradesh, Bihar, Jharkhand, West Bengal, north Odisha, north Chhattisgarh during next 3 hours;
(ii) Light to moderate rainfall at a few places accompanied with isolated thunderstorm and cloud to ground lightening likely over east & north Rajasthan,…
(2/5)— India Meteorological Department (@Indiametdept) July 11, 2024
Konkan & Goa (including Mumbai), south Haryana, east Uttarakhand, Saurashtra & Kutch, Andaman & Nicobar Islands, south Meghalaya, Nagaland, Manipur, Mizoram during next 3 hours.
(iii) Light to moderate rainfall at isolated places accompanied with isolated thunderstorm and..
(3/5)— India Meteorological Department (@Indiametdept) July 11, 2024