ফটোগ্রাফার জোয়ান মনফোর্ট প্রায় ১৭ বছর আগে একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য এক শিশুর সঙ্গে লিওনেল মেসির ছবি (Yamal With Messi) তুলেছিলেন। সেই শিশুটি আর কেউ নয়, লামিন ইয়ামাল। চলতি ইউরোয় যিনি হয়ে উঠেছেন আলোচনার। সেই সঙ্গে ভাইরাল হচ্ছে মেসির সঙ্গে তাঁর ছোটবেলাকার সেই ছবি।
Netherlands vs England: ইয়ামালের পর এবার সিমন্স, আরও এক দুর্ধর্ষ গোল
১৬ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার লামিন ইয়ামাল সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে ইউরোয় রেকর্ড গড়েছেন। এখন নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ছবিটা তোলা হয়েছিল সেই ২০০৭ সালে। ইয়ামালের বাবা সেগুলি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘দুই কিংবদন্তির শুরু’।
ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসাবে কাজ করা ৫৬ বছর বয়সী মনফোর্ট বার্সেলোনার ক্যাম্প ন্যুতে ফটো সেশনের কথা স্মরণ করেছেন। সেই ফটোশ্যুটের কথা মনে করে মনফোর্ট বলেছেন, ‘এই ছবি তোলাটা ছিল না। মেসি বেশ অন্তর্মুখী মানুষ। তিনি প্রথমে জানতেন না কীভাবে ইয়ামালকে ধরে রাখবেন।’
The Barça Foundation 2008 solidarity calendar, in collaboration with @sport and @unicef, featuring Leo Messi, Lamine Yamal, and other Barça players.
A special campaign to raise funds for UNICEF and for Barça
Foundation childhood protection programs. 💙❤️ pic.twitter.com/vlEblHOvW1— FC Barcelona (@FCBarcelona) July 10, 2024
ভারতের কোচ হওয়ার পরেই ইতিহাস গড়লেন Gambhir
মেসির বয়স তখন ২০ বছর। বার্সেলোনার হয়ে খেলে ততদিনে নাম করেছেন। লামিল তখন কোলের শিশু। পরবর্তীকালে মেসির মতো ইয়ামালও বার্সেলোনার লা মাসিয়া ইয়ুথ একাডেমিতে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। কম বয়সে ইয়ামাল ইউরো ২০২৪ এ স্পেনের অন্যতম স্ট্যান্ডআউট খেলোয়াড় হয়ে উঠেছেন। ইতিমধ্যে ফাইনালে চলে গিয়েছে স্পেন। ভাইরাল হওয়া এই ছবি সম্পর্কে মনফোর্ট শেষে বলেছেন, ‘সত্যি বলতে কি, এটা খুব সুন্দর অনুভূতি।’