২৩ জুন বিয়ে করেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং জাহির ইকবাল (Zaheer Iqbal)। বিয়ের আসর বসেছিল অভিনেত্রীর বাড়িতে। বিকেলে বাস্তিয়ান হোটেলে রেসিপশানের আয়োজন করেছিলেন তাঁরা। রিসেপশানে হাজির ছিলেন বলিউড অভিনেতা সালমান খান (Salman Khan)। সোনাক্ষী ও জাহির দুজনেই তাঁদের কেরিয়ার শুরু করেছিলেন সালমান খানের সঙ্গে। তাঁদের বিয়েতে আসতে পারেননি শাহরুখ খান (Shah Rukh Khan)। তবুও দম্পতির দিন অন্যভাবে স্মরণীয় করে তোলেন অভিনেতা।
মঙ্গলবার তাঁর সোশ্যাল মিডিয়াতে তাঁদের রিসেপশন থেকে কিছু ছবি পোস্ট করেছেন সোনাক্ষী (Sonakshi Sinha) । ছবিগুলির মধ্যে দুটি ছবি নজর কেড়েছে নেটিজেনদের। ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য এই পোস্টটির ৫ নম্বর ছবিটি। সাদা-কালো ছবিটিতে লিফটের ভেতরে ফোনে কোনও অডিও শুনতে দেখা যাচ্ছে সোনাক্ষী ও জাহিরকে (Zaheer Iqbal)। অভিনেত্রী জানিয়েছেন যে রিসেপশানে হাজির না থাকতে পারলেও বিয়েতে আন্তরিক শুভেচ্ছা বার্তা পাঠান শাহরুখ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “জাহিরের প্রিয় অভিনেতা শাহরুখ খানের (Shah Rukh Khan) পাঠানো ভয়েস মেসেজটি শুনছি আমরা। উনি আসতে পারেননি, তবে আমাদের আশীর্বাদ করেছেন। ওই দিনে জাহিরের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলির মধ্যে এটি। “
পোল্কা ডট শাড়ি পরে কাকে ট্রিবিউট দিলেন ঋতাভরী চক্রবর্তী?
নজর কেড়েছে এই পোস্টটির প্রথম ছবিটিও। এই ছবিতে সাদা স্যুট পরে শাহরুখের মতন হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন জাহির (Zaheer Iqbal)। তাঁকে জড়িয়ে লাল শাড়িতে হাসি মুখে দাঁড়িয়ে আছেন সোনাক্ষী (Sonakshi Sinha)। এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ” আমরা খুবই ফিল্মি। আমাদের ছবি তোলার সময়, নিজেদের তৈরী করা গানে ফিল্মি কায়দায় পোজ দিচ্ছি আমরা দুজন। এই ছবিটি আমার ফোনের ওয়ালপেপার। “
সোনাক্ষী ও জাহির দুজনেই অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন সালমান খানের হাত ধরে। ২০১০ সালে ‘দাবাং’ ছবিতে সালমান খানের বিপরীতে আত্মপ্রকাশ করেন সোনাক্ষী। ২০১৯ সালে সালমান খানের প্রযোজনায় ‘নোটবুক’ সিনেমাতে আত্মপ্রকাশ করেন জাহির। জাহিরের পরিবারের ঘনিষ্ঠও সালমান। ২০২২ সালে ‘ডাবল এক্সেল’ (Double XL) ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তাঁরা। এছাড়াও ‘ব্লকবাস্টার’ (Blockbuster) নামের একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। সালমান খানের হাত ধরে চলচ্চিত্র জগতে প্রবেশ করলেও, জাহিরের সর্বকালীন পছন্দের অভিনেতা যে শাহরুখ খানই তা স্পষ্ট করে দিলেন স্ত্রী সোনাক্ষী।