বর্তমানে ‘মোদীর চিনের গ্যারেন্টি’ নিয়ে উত্তাল সমগ্র দেশ। অন্যদিকে সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ‘মোদী কি চিনি গ্যারান্টি’ মন্তব্য প্রসঙ্গে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেন, “প্রধানমন্ত্রী মোদী এক ইঞ্চি জমিও ছাড়েননি। মল্লিকার্জুন খাড়গে যেন মানুষকে বিভ্রান্ত না করেন। প্রথমেই বলি কীভাবে জওহরলাল নেহরু ভারতের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন এবং ৩৪ হাজার বর্গ কিলোমিটার জমি চিনকে দিয়েছেন, তার জন্য কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত।”
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রবিবার তাঁর দলের দাবি পুনর্ব্যক্ত করেছেন যে কেন্দ্রীয় সরকারের উচিত চিন সীমান্তের পরিস্থিতি সম্পর্কে দেশকে আস্থা দেওয়া। মল্লিকার্জুন খাড়গে স্যাটেলাইট ছবি উদ্ধৃত করে নিজের এক্স হ্যান্ডেলে একটি রিপোর্ট শেয়ার করে দাবি করেছেন যে চিনা সেনাবাহিনী পূর্ব লাদাখের প্যাংগং হ্রদের আশেপাশে দীর্ঘদিন ধরে ড্রিল করছে এবং এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে অস্ত্র ও জ্বালানি রাখার জন্য সাঁজোয়া যানের জন্য ভূগর্ভস্থ বাঙ্কার এবং আশ্রয়কেন্দ্র তৈরি করেছে। খাড়গে বলেন, ‘২০২০ সালের মে মাস পর্যন্ত যে জমি ভারতের দখলে ছিল, সেখানে প্যাংগং সো-র কাছে চিন কীভাবে সামরিক ঘাঁটি তৈরি করতে পারে?’
#WATCH | Patna, Bihar: On Congress President Mallikarjun Kharge’s ‘Modi Ki Chinese Guarantee’ remark, Union Minister Giriraj Singh says, “… PM Modi has not given up even an inch of land. He (Mallikarjun Kharge) should not misguide people. He should first talk about how… pic.twitter.com/Wb0Ge4LsbH
— ANI (@ANI) July 8, 2024