কলকাতা: ডার্বির আগে মেজাজে ইস্টবেঙ্গল (East Bengal Match)। পরপর দুই ম্যাচে বড় ব্যবধানে জয় লাভ করেছে মশাল বাহিনী। কলকাতা ফুটবল লিগ ২০২৪ অভিযানের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গলকে ম্যাচের ফিরেছিল বিরতির পর। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। বিরতির আগে পর্যন্ত এক গোলের লিড ধরে রেখেছিল জর্জ টেলিগ্রাফ। পরের তিন গোল দেয় ইস্টবেঙ্গল।
East Bengal: ইস্টবেঙ্গলের এই ফুটবলার নজর কাড়তে পারেন আগামী দিনে
প্রথম একাদশে পাঁচজন ভুমিপুত্রকে রেখে দল সাজিয়েছিলেন ইস্টবেঙ্গল রিজার্ভ দলের কোচ বিনো জর্জ। চারজন ভুমিপুত্রকে মাঠে রাখা আবশ্যিক। বিরতির পর আরও তিন বঙ্গ সন্তানকে নামানো হয় মাঠে। এক গোলে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে নেয় ম্যাচ। নিজেদের ক্লাবের মাঠে জয়।
ভূমিপুত্রদের মধ্যে ইস্টবেঙ্গলের স্টার্টিং ইলেভেনে ভূমিপুত্রদের মধ্যে ছিলেন- আদিত্য পাত্র, সার্থক গোলুই, তন্ময় ঘোষ, তন্ময় দাস, শ্যামল বেসরা। বিরতির পর মাঠে নামেন আরও তিন ভূমিপুত্র। অমন সিকে’র জায়গায় মাঠে নামেন সায়ন ব্যানার্জী। সায়ন জোড়া গোল করে নিশ্চিত করেছিলেন জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের পুরো পয়েন্ট। মহম্মদ রোশালের জায়গায় বিজয় মুর্মু ও বুনান্দো সিং-এর জায়গায় মাঠে নেমেছিলেন সঞ্জীব ঘোষ।
East Bengal: মরসুমের শুরুতে স্পষ্ট ইস্টবেঙ্গলের লক্ষ্য
বিজয় মুর্মুকে এবারের কলকাতা ফুটবল লিগের আগে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। ভবানীপুরের হয়ে খেলে বাংলার ফুটবল প্রেমীদের নজর আগেই কেড়েছিলেন পুরুলিয়ার এই ফুটবলার। সায়ন, শ্যামল, সঞ্জীব, আদিত্য ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের অন্যতম আবিষ্কার। ধীরে হলেও ইস্টবেঙ্গল ক্রমে গুছিয়ে নিচ্ছে তাদের স্কোয়াড। রিজার্ভ দলে রয়েছেন প্রতিশ্রুতিবান একাধিক বঙ্গ সন্তান।