মর্মান্তিক দুর্ঘটনা। রথের (Ratha Yatra) চারদিকে পড়ে আছে একাধিক পূণ্যার্থীর দেহ। ঝলসে গেছে তাদের শরীর। চারিদিকে আর্তনাদ। ভয়াবহ এই ছবি দেখে শিউরে গেছেন সবাই। বাংলাদেশে সংখ্যালঘু সনাতন ধর্মাবলন্বীদের রথযাত্রায় মৃত্যুমিছিল। ঘটনাস্থল বগুড়া। এখানে রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার বিকেলে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেউজগাড়ী ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় পৌঁছালে রথের চূড়া সড়কের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। আগুন ধরে যায়। রথের ওপরে এবং নিচে বসে থাকা অন্তত ২৫ জন বিদ্যুৎস্পৃষ্টে আহত হন।
দুর্ঘটনায় মৃতরা হলেন অলোক সরকার (৪০), অতশী রানী (৪০), রঞ্জিতা মোহন্ত (৬০), নরেশ মোহন্ত (৬৫) এবং আরও এক মহিলা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেন কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘রথের চূড়াটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে এই দুর্ঘটনা ঘটে।’ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, আহত অবস্থায় ৪১ জনকে হাসপাতালে আনা হয়েছে। ৩৫ জন কমবেশি দগ্ধ হয়েছেন। দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি আমরা।